৩৮ বছর বয়সী অশ্বিন আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু তার জনপ্রিয়তা আজও অটুট। তিনি ভারতের অন্যতম সফল ও চর্চিত স্পিনার হিসেবে পরিচিত। ILT20-র মতো একটি আন্তর্জাতিক লিগে তার অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় চমক এবং লিগটির জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ভারতের বিশাল ক্রিকেটপ্রেমী দর্শকবৃন্দের কাছে।
advertisement
২০২৩ সালে শুরু হওয়া এই লিগে এতদিন খেলোয়াড় বাছাই ড্রাফট পদ্ধতিতে হতো। এবারই প্রথমবার IPL-এর মতো নিলাম ব্যবস্থা চালু হয়েছে, যেখানে অশ্বিনের মতো বড় নাম থাকাটা লিগের মর্যাদা বাড়াবে। অশ্বিন জানিয়েছেন, “আমি ILT20 নিলামের জন্য নাম পাঠিয়েছি। আশা করি, কেউ আমাকে নেবে।”
আরও পড়ুনঃ এশিয়া কাপে ভারতের প্রথম একাদশে বড় চমক! কারা পাচ্ছে সুযোগ? জেনে নিন বিস্তারিত
ILT20-তে এর আগে মাত্র তিনজন ভারতীয় খেলোয়াড় — রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান ও অম্বাতি রায়ডু — অংশ নিয়েছেন। যদি অশ্বিন ছয়টি দলের (যার মধ্যে পাঁচটির মালিক ভারতীয়) মধ্যে কোনো একটিতে সুযোগ পান, তবে তিনি হবেন ভারতের সবচেয়ে বড় তারকা যিনি এই লিগে খেলতে নামবেন। তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে লিগটিকে আন্তর্জাতিকভাবে আরও আকর্ষণীয় করে তুলবে।