TRENDING:

Ashwin to break Kapil record : দক্ষিণ আফ্রিকাতেই কপিল এবং রিচার্ড হ্যাডলির রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন ? জানুন

Last Updated:

Ravichandran Ashwin can break Kapil Dev record. বিরাট নজিরের সামনে দাঁড়িয়ে রবি অশ্বিন, কপিলকে স্পর্শ করতে পারবেন অশ্বিন ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন - Bengaluru FC vs ATK Mohun Bagan : বেঙ্গালুরুর বিরুদ্ধে এবার ৩-৩ ড্র, লিগে ষষ্ঠ স্থানে নামল এটিকে মোহনবাগান

লিমিটেড ওভারের ক্রিকেটেও তিনি দলের অবিচ্ছেদ্য অঙ্গ হতে চলেছেন। শুধু বোলিং ভেরিয়েশন বলে নয়, ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা রাখেন তামিলনাড়ুর ক্রিকেটার। তাছাড়া বিপক্ষ দলে বাঁহাতি ব্যাটসম্যান থাকলে অশ্বিনকে সামাল দেওয়া বেশ কঠিন। তাই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অশ্বিনকে প্রথম দলে রেখেই টেস্ট খেলতে নামবে ভারত সেটা বলা যায়।

advertisement

তাছাড়া রবীন্দ্র জাদেজা নেই। অভিজ্ঞ স্পিনার অশ্বিনকে অবশ্যই প্রয়োজন ভারতের। কোচ রাহুল দ্রাবিড় বিশ্বাস করেন অশ্বিন একজন বুদ্ধিমান ক্রিকেটার। পরিস্থিতি অনুযায়ী নিজেকে প্রয়োগ করতে জানেন। তাছাড়া আগামী কয়েক বছর ভাঙা-গড়ার মধ্যে দিয়ে যাবে ভারতীয় দল। কিছু নতুন ক্রিকেটার দলে জায়গা পাবেন। এমন পরিস্থিতিতে রোহিত, বিরাট, রাহুল, শামি, বুমরাদের মত সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি প্রয়োজন আছে অশ্বিনের।

advertisement

আরও পড়ুন - Virat Kohli vs Bcci: বিরাট-বিতর্কে দাড়ি টানছে বোর্ড! আপাতত কোহলির বিরুদ্ধে কোনও 'ব্যবস্থা' নয়!

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেট অশ্বিনকে এনে দিয়েছে সিরিজ সেরার (player of the series against New Zealand) সম্মান। এনে দিয়েছে একগাদা রেকর্ডও। এতটাই দুর্দান্ত খেলছেন যে অনেকের মতে মুথাইয়া মুরলিধরনের ৮০০ উইকেটের (800 test wickets) রেকর্ডটাও অচিরেই ভেঙে দেবেন এই ডানহাতি স্পিনার। সঞ্জয় বাঙ্গার আছেন এই দলে।

advertisement

ভারতের প্রাক্তন ব্যাটিং কোচের মতে, অশ্বিন যে গতিতে এগোচ্ছেন, সেভাবে আরও কয়েকটা বছর টেস্ট খেললেই মুরলিকে হটিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন। ৪২৭ উইকেট (427 Test wickets) নিয়ে বর্তমানে এই তালিকার ১২ নম্বরে আছেন অশ্বিন। উল্লেখ্য কপিল দেবের রয়েছে ৪৩৪ টেস্ট উইকেট (Kapil Dev 434 Test Wickets)। সেক্ষেত্রে কপিলকে পেছনে ফেলতে গেলে আর ৮ উইকেট প্রয়োজন অশ্বিনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

তাছাড়া কিংবদন্তি নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলির ঝুলিতে রয়েছে ৪৩১ টেস্ট উইকেট। আর পাঁচটা উইকেট পেলে হ্যাডলির রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন। তবে এসব নিয়ে ভাবতে নারাজ তিনি। টেস্ট সিরিজে বল হাতে নিজের সেরাটা দেওয়াই একমাত্র লক্ষ্য তার।

বাংলা খবর/ খবর/খেলা/
Ashwin to break Kapil record : দক্ষিণ আফ্রিকাতেই কপিল এবং রিচার্ড হ্যাডলির রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন ? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল