এদিন অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের কাছে সুযোগ ছিল যে তিনি ডেভিড মিলারের ইনিংসে ফুলস্টপ দিতে পারতেন কিন্তু তিনি সেই সুযোগ ছেড়ে দেন অশ্বিন৷ কারণ অশ্বিন বল করার আগেই নন স্ট্রাইকার এন্ড ছেড়ে দাঁড়িয়েছিলেন ডেভিড মিলার৷ অশ্বিনের ১৮ ওভারের শেষ বলে স্পিনার মিলারকে জানিয়ে দেন যে তিনি নন স্ট্রাইকার এন্ড ছেড়ে দাঁড়িয়ে রয়েছেন৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
অনেকটাই এগিয়ে দাঁড়িয়ে থাকা মিলারকে পিছনে ফিরে আসতে ইঙ্গিত দেন অশ্বিন৷ আইসিসি এই ক্যাপশনের সঙ্গেই ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করেন যদি অশ্বিন চাইতেন তাহলে তিনি মিলারকে আউট করে দিতে পারতেন৷ কিন্তু তিনি শুধু সতর্ক করে ছেড়ে দেন৷
আরও পড়ুন - IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাজে খবর, স্টার ফিনিশারের খেলা নিয়ে সংশয়ের মেঘ
মার্করম এবং মিলরের অর্ধ শতরানে জয়
এর আগে এডেন মার্করম এবং ডেভিড মিলারের শানদার অর্ধ শতরান দক্ষিণ আফ্রিকাকে শুরুর ঝটকা কাটিয়ে লড়াইতে ফেরান এবং দলকে জয় পাইয়ে দেন৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিে শীর্ষস্থানে পৌঁছে যান৷ ভারত চার পয়েন্ট ও দুটি জয় নিয়ে দু নম্বরে রয়েছেন৷
সূর্যকুমার যাদব (৬৮) ব্যাট ভারতের একমাত্র উজ্জ্বল পারফরম্যান্সের অধিকারী৷ দক্ষিণ আফ্রিকার একটা সময়ে ২৪ রানে ৩ উইকেট পরে গিয়েছিল৷ কিন্তু এরপর মিলার অপরাজিত ৫৯ রান এবং মার্করম ৫২ রান করে দলকে জিতিয়ে দেন৷