ভারতের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন৷ টেস্টে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার৷ সিরিজ সেরা হয়েছেন ১১ বার৷ একদিনের ক্রিকেটেও নিজের দাপট দেখিয়েছেন ভারতের এই বিস্ময় স্পিনার৷ ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১৫৬টি উইকেট নিয়েছেন অশ্বিন, টি-টোয়েন্টিতে নিয়েছেন ৭২টি উইকেট৷ শুধু বোলিং নয়, ব্যাট হাতেও বহুবার ভারতের ত্রাতা হয়ে উঠেছেন অশ্বিন৷ আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি শতরান রয়েছে তামিলনাড়ুর ডানহাতি এই স্পিনারের৷
advertisement
আরও পড়ুন: ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট, সিরিজ ১-১! হারা ম্যাচ বাঁচিয়ে দিয়ে স্বস্তিতে টিম ইন্ডিয়া
এ দিন পঞ্চম দিনের খেলা খারাপ আলোর কারণে বন্ধ হয়ে যাওয়ার পরই ক্যামেরায় ধরা পড়ে অশ্বিন এবং কোহলি কিছু আলোচনা করছেন৷ অশ্বিনকে জড়িয়েও ধরেন কোহলি৷ তখনই ধারাভাষ্যকাররা অনুমান করেন, সম্ভবত বড় কোনও সিদ্ধান্তের কথাই সতীর্থ বিরাটকে জানিয়েছেন অশ্বিন৷ এর পর তাঁকে কোচ গম্ভীরের সঙ্গেও আলোচনা করতে দেখা যায়৷
অবসর ঘোষণা করতে গিয়ে অশ্বিন সাংবাদিক বৈঠকে এসে বলেন, ‘আমার মধ্যে হয়তো ক্রিকেটার হিসেবে আরও কিছুটা শক্তি অবশিষ্ট আছে৷ কিন্তু আমি তা ক্লাব ক্রিকেটেই কাজে লাাগাতে চাই৷ ভারতের হয়ে খেলতে গিয়ে প্রচুর মজা করেছি, রোহিত সহ অন্যান্য সতীর্থদের সঙ্গে অনেক সুখস্মৃতি রয়েছে৷’
বিশেষজ্ঞরাও অস্ট্রেলিয়া সিরিজের মাঝে অশ্বিনের এই সিদ্ধান্তে হতবাক৷ কারণ সিরিজের শেষ দুটি টেস্ট যেখানে, সেই মেলবোর্ন এবং সিডনির অন্তত একটি জায়গায় অশ্বিনের খেলার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ছিল বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা৷ অধিনায়ক রোহিত নিজেও এ দিন বলেন, মেলবোর্নে পৌঁছেই পিচ দেখে দলের প্রথম এগারো ঠিক করা হবে৷ রোহিত অবশ্য জানিয়েছেন, পার্থে প্রথম টেস্টর সময়ই তাঁকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অশ্বিন৷