India vs Australia: ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট, সিরিজ ১-১! হারা ম্যাচ বাঁচিয়ে দিয়ে স্বস্তিতে টিম ইন্ডিয়া

Last Updated:

গতকাল পর্যন্ত ব্রিসবেন টেস্টে হারের ভয় তাড়া করছিল রোহিতদের৷ সেখান থেকে শেষ উইকেটে ফলো অন বাঁচিয়ে দেন জশপ্রীত বুমরাহ এবং আকাশদ্বীপ সিং৷

News18
News18
শেষ পর্যন্ত অমীমাংসিতই থাকল ব্রিসবেন টেস্ট৷ পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট দিয়েছিল৷ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও প্রথম খারাপ আলো এবং তার পর বৃষ্টির কারণে আর খেলাই শুরু করা যায়নি৷ তৃতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ আপাতত ১-১ থাকল৷ এর পরে বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে৷ তার পর সিরিজের শেষ টেস্ট সিডনিতে৷ ফলে টিম ইন্ডিয়ার সামনে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকল৷
গতকাল পর্যন্ত ব্রিসবেন টেস্টে হারের ভয় তাড়া করছিল রোহিতদের৷ সেখান থেকে শেষ উইকেটে ফলো অন বাঁচিয়ে দেন জশপ্রীত বুমরাহ এবং আকাশদ্বীপ সিং৷ এই অবস্থা থেকে ব্রিসবেন টেস্ট বাঁচিয়ে দেওয়ায় বিরাট-রোহিত-বুমরাদের আত্মবিশ্বাসও অনেকটা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে ভারত ২৬০ রানে অল আউট হয়ে যায়৷ জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ এর পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮ রান তোলে ভারত৷ এর পরেই খারাপ আলোয় খেলা বন্ধ হয়ে যায়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India vs Australia: ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট, সিরিজ ১-১! হারা ম্যাচ বাঁচিয়ে দিয়ে স্বস্তিতে টিম ইন্ডিয়া
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement