ভারতীয় দল একসময় ১১৮ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে। বিরাট কোহলির আউটের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। পিচ মন্থর হয়ে আসছিল, বলও ছিল পুরোনো ও নরম। এমন অবস্থায় ব্যাট করা সহজ ছিল না। ঠিক তখনই ক্রিজে নামেন কেএল রাহুল এবং তার সঙ্গী হিসেবে ছিলেন রবীন্দ্র জাদেজা। দু’জনই শূন্য রান থেকে ইনিংস শুরু করেন এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। তাদের গড়া জুটিই ভারতের ইনিংসের ভিত গড়ে দেয়।
advertisement
রবি শাস্ত্রী রাহুলের ইনিংসের ভূয়সী প্রশংসা করে বলেন, এই ইনিংসের পুরো কৃতিত্ব রাহুলের প্রাপ্য। পাঁচ নম্বরে নেমে যেভাবে তিনি পরিস্থিতি বুঝে ব্যাট করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। শাস্ত্রীর মতে, শুরুতে সাবধানী থাকলেও ৩০–৪০ রানের পর রাহুল নিজের স্বাভাবিক ছন্দে ফিরে যান এবং একের পর এক দারুণ শট খেলতে থাকেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: অতীতের সব নজির ভেঙে দিলেন, প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
ইয়ান স্মিথও রাহুলকে একজন পরিণত ও বুদ্ধিমান ক্রিকেটার হিসেবে আখ্যা দেন। তার মতে, রাহুল বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলার অভিজ্ঞতা থেকে জানেন কখন ধীরে খেলতে হবে আর কখন গতি বাড়াতে হবে। প্রায় ৩০ ওভার ব্যাট করে রাহুল ৯২ বলে অপরাজিত ১১২ রান করেন, যেখানে ছিল ১২টি চার ও একটি ছক্কা। তার এই ইনিংসই ভারতের জন্য ম্যাচে বড় ভূমিকা রাখে।
