TRENDING:

Ravi Shastri, Team India : অস্ট্রেলিয়ানদের নোংরা ভাষায় আক্রমণ করতে বিরাট, পন্থদের খোলা লাইসেন্স দিয়েছিলেন শাস্ত্রী !

Last Updated:

Ravi Shastri gave licence to Indian cricketers to give it back to the Australians. অস্ট্রেলিয়ানদের গালাগাল দেওয়ার খোলা লাইসেন্স দিয়েছিলেন রবি শাস্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতের কোচ থাকার সময় তিনি যেমন সাফল্য পেয়েছেন, তেমনই কোনও আইসিসি ট্রফি জিততে না পারার ব্যর্থতা রয়েছে ঝুলিতে। কিন্তু এই মুহূর্তে আইপিএলে ক্রিকেট বিশেষজ্ঞর ভূমিকায় থাকা রবি শাস্ত্রী মনে করেন কোচ হিসেবে তিনি যেটা করেছেন, সেটা নিয়ে তিনি গর্ববোধ করতে পারেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রবি শাস্ত্রী জানিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে ছেলেদের বলে দিয়েছিলাম একটা গালাগাল ওরা দিলে, পাল্টা তিনটে দেবে। দুটো হিন্দিতে, একটা ইংরেজিতে।
অস্ট্রেলিয়ানদের গালাগাল দেওয়ার খোলা লাইসেন্স দিয়েছিলেন শাস্ত্রী
অস্ট্রেলিয়ানদের গালাগাল দেওয়ার খোলা লাইসেন্স দিয়েছিলেন শাস্ত্রী
advertisement

তবে শুধু গালাগাল দিয়ে অস্ট্রেলিয়ার মতো দলকে তাদের মাঠে হারানো সম্ভব নয়। তার জন্য কঠিন পরিশ্রম, স্কিল এবং হার না মানা মনোভাব দেখানো প্রয়োজন ছিল। সেটা দেখাতে পেরেছেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, মহম্মদ শামি, সিরাজদের মত ক্রিকেটাররা। তাই দিনের শেষে প্রথম টেস্ট লজ্জাজনক হারের পর দুরন্ত কামব্যাক ঘটিয়ে সিরিজ জিতে নিয়েছিল ভারত। প্রথম টেস্টের পর বিরাট ফিরে এলেও হাল ছাড়েনি ভারত।

advertisement

advertisement

শার্দুল ঠাকুর অনবদ্য পারফর্ম করেছিলেন। রবি শাস্ত্রী নিশ্চিত আগ্রাসী ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়ানদের হারানো সম্ভব। শুধু তাই নয়, কোচ হওয়ার পর দলের ফিটনেস এবং ফাস্ট বোলারদের টেস্ট ক্রিকেটে আরও বেশি নিখুঁত করে তোলার পেছনে তিনি এবং ভরত অরুণ প্রচুর সময় দিয়েছিলেন জানিয়েছেন শাস্ত্রী। কারণ তিনি নিশ্চিত ছিলেন অস্ট্রেলিয়াতে এবং ইংল্যান্ডে ভারতকে টেস্ট ম্যাচ জিততে হলে ফাস্ট বোলারদের উইকেট নিতে হবে।

advertisement

বাউন্সার থেকে শুরু করে বিপক্ষের শরীর লক্ষ্য করে বল, নেট সেশনে বুমরাহ, সিরাজ, শামিদের নিয়ে অনুশীলন চলত। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হাজেলউডদের বাউন্সি উইকেটে সামলানো মুখের কথা ছিল না। চেতেশ্বর পূজারা, শামি, জাদেজা চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ানদের শরীর লক্ষ্য করে ধেয়ে আসা বলে। রবি শাস্ত্রী মনে করেন একের পর এক চোট থাকলেও, দলের মধ্যে লড়াইয়ের মনোভাব ছিল শেষ পর্যন্ত।

advertisement

সিরাজ প্রথম সিরিজ অনুযায়ী দুরন্ত পারফর্ম করেছিলেন। গিল এবং ঋষভ পন্থ ব্যাট হাতে পাল্টা আক্রমণ করেন অস্ট্রেলিয়ার বোলারদের। সব মিলিয়ে এই ভারতীয় দলকে গালাগাল দিয়ে এবং শরীরে আঘাত করে হারিয়ে দেওয়া সম্ভব নয় বুঝে গিয়েছিল অস্ট্রেলিয়ানরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রবি শাস্ত্রী চান ফরম্যাট আলাদা হলেও বছর শেষে এই মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাক ভারত। কোচ হিসেবে রাহুল দ্রাবিড় যথেষ্ট অভিজ্ঞ মনে করেন তিনি। কিন্তু ভাল খেলার পাশাপাশি আগ্রাসী মনোভাব এবং প্রয়োজনে গালাগালি দিতে হলেও যেন পিছপা না হয় ভারত জানিয়ে দিয়েছেন রবি শাস্ত্রী।

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Shastri, Team India : অস্ট্রেলিয়ানদের নোংরা ভাষায় আক্রমণ করতে বিরাট, পন্থদের খোলা লাইসেন্স দিয়েছিলেন শাস্ত্রী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল