ম্যাচ যেভাবে গড়াচ্ছিল তাতে শুক্রবারই বোঝা গিয়েছিল যে এই ম্য়াচে বাংলা পুরো ছয় পয়েন্ট তুলে নিতে পারে, শনিবার কোনও ভুল না করে মাত্র আড়াই দিনেই কামাল বাংলার৷ রনজি ট্রফির (Ranji Trophy 2025-26) গ্রুপ ‘সি’ থেকে শীর্ষ দল হিসাবে শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলেও অভিমন্যু ঈশ্বরণদের জন্য বড় চিন্তা বাংলার ব্যাটিং ব্যর্থতা।
advertisement
প্রথম ইনিংসে বাংলার ইনিংসে ব্যাটারদের ফ্লপ শো-র পর দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে বাংলার ব্যাটিং ব্রিগেড৷ বাংলার প্রথম ইনিংস শেষ হয় ১৯৩ রানে। আর দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২০০ রানে৷ ৩ উইকেটে ১৫৫ রান থেকে সাত উইকেট হারায় ৫০ রানে৷ প্রথম ইনিংলে ব্যাটিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত তাঁর ৮৬ রান অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এরপর আকাশ দীপ এবং শাহবাজ আহমেদের ঝড়ের সামনে শেষ পর্যন্ত ৩১.১ ওভারেই খেল খতম হরিয়ানাপ৷ ৪০ রানে ৫ উইকেট পান আকাশ দীপ। ৫ উইকেট ছিল শাহবাজের। এদিক দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নেন তিনি মাত্র ১০০ রানে শেষ হয়ে যায় হরিয়ানার দ্বিতীয় ইনিংস।
অভিমন্যু ঈশ্বরণ ৮৩ ও সুদীপ ঘরামি ৬১ রান করেন৷ বাংলার তারকা অলরাউন্ডার চার বলের ব্যবধানে তিন উইকেট নেন। শাহবাজ শুরুতে হরিয়ানাকে বড় ধাক্কা দেওয়ার পর ফের একবার বাংলাকে সাফল্য এনে দেন জুটি ভাঙার কাজ করেও৷
