TRENDING:

Bengal Win: শাহবাজের স্পিন অস্ত্রে হাঁসফাঁস হরিয়ানা, দাপটের সঙ্গে রনজির শেষ আটে, তবে চিন্তা থাকছেই

Last Updated:

ম্যাচ যেভাবে গড়াচ্ছিল তাতে শুক্রবারই বোঝা গিয়েছিল যে এই ম্য়াচে বাংলা পুরো ছয় পয়েন্ট তুলে নিতে পারে, শনিবার কোনও ভুল না করে মাত্র আড়াই দিনেই কামাল বাংলার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বোলিং পারফরম্যান্সে ভর দিয়ে কামাল করে ফেলল বাংলা৷ হরিয়ানাকে আড়াই দিনে প্যাক আপ করে রনজির নকআউটে বাংলা দল৷ তবে একটা কাঁটা থাকছেই তা হল দুই ইনিংসেই বাংলার ব্যাটিং ব্যর্থতা৷ রনজির গ্রুপ পর্বে হরিয়ানার বিরুদ্ধে ১৮৮ রানের বিশাল জয় বাংলার। নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনদিন শেষ হওয়ার অনেক আগেই দাপট নিয়ে জিতল টিম বেঙ্গল৷ অভিমন্যু ঈশ্বরণ এন্ড কোংয়ের হয়ে মূল জয়ের কান্ডারি শাহবাজ আহমেদ৷ লাহলিতে ১১ উইকেট পকেটে পুরলেন শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও তাঁর শিকার ৬ জন হরিয়ানার ব্যাটার।
বল হাতে কামাল শাহবাজ আহমেদের
বল হাতে কামাল শাহবাজ আহমেদের
advertisement

ম্যাচ যেভাবে গড়াচ্ছিল তাতে শুক্রবারই বোঝা গিয়েছিল যে এই ম্য়াচে বাংলা পুরো ছয় পয়েন্ট তুলে নিতে পারে, শনিবার কোনও ভুল না করে মাত্র আড়াই দিনেই কামাল বাংলার৷ রনজি ট্রফির (Ranji Trophy 2025-26) গ্রুপ ‘সি’ থেকে শীর্ষ দল হিসাবে শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলেও অভিমন্যু ঈশ্বরণদের জন্য বড় চিন্তা বাংলার ব্যাটিং ব্যর্থতা।

advertisement

আরও পড়ুন –Sanju Samson Last Chance: ঘরের মাঠেই হবে কি মিরাকেল! সঞ্জু স্যামসন এবার খাঁড়ার কোপে পড়ল বলে, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ সুযোগ

প্রথম ইনিংসে বাংলার ইনিংসে ব্যাটারদের ফ্লপ শো-র পর দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে বাংলার ব্যাটিং ব্রিগেড৷ বাংলার প্রথম ইনিংস শেষ হয় ১৯৩ রানে। আর দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২০০ রানে৷ ৩ উইকেটে ১৫৫ রান থেকে সাত উইকেট হারায় ৫০ রানে৷ প্রথম ইনিংলে ব্যাটিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত তাঁর ৮৬ রান অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এরপর আকাশ দীপ এবং শাহবাজ আহমেদের ঝড়ের সামনে শেষ পর্যন্ত ৩১.১ ওভারেই খেল খতম হরিয়ানাপ৷ ৪০ রানে ৫ উইকেট পান আকাশ দীপ। ৫ উইকেট ছিল শাহবাজের। এদিক দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নেন তিনি মাত্র ১০০ রানে শেষ হয়ে যায় হরিয়ানার দ্বিতীয় ইনিংস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেশম পোকা প্রতিপালনে খুলছে ভাগ্যের চাকা! সঠিক কৌশলে কিস্তিমাত
আরও দেখুন

অভিমন্যু ঈশ্বরণ ৮৩ ও সুদীপ ঘরামি ৬১ রান করেন৷ বাংলার তারকা অলরাউন্ডার চার বলের ব্যবধানে তিন উইকেট নেন। শাহবাজ শুরুতে হরিয়ানাকে বড় ধাক্কা দেওয়ার পর  ফের একবার বাংলাকে সাফল্য এনে দেন জুটি ভাঙার কাজ করেও৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Win: শাহবাজের স্পিন অস্ত্রে হাঁসফাঁস হরিয়ানা, দাপটের সঙ্গে রনজির শেষ আটে, তবে চিন্তা থাকছেই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল