TRENDING:

Ranji Trophy 2025: ক্রিকেটে 'সোনার সময়' বাংলার! রনজিতে আবার জয়, সঙ্গে বোনাস পয়েন্ট, যাকে পাচ্ছে তাকেই হারাচ্ছেন শাহবাজরা!

Last Updated:

Ranji Trophy: সোমবার রাত থেকেই বাংলার জয়ের একটা আশা তৈরি হয়েছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) সেই আশা পূরণ হল। চলতি রনজি ট্রফির চতুর্থ ম্য়াচে রেলওয়েজকে হারাল বাংলা ক্রিকেট দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : এবার কি তা হলে রনজি জয়ের বড় সম্ভাবনা বাংলার! এখনই এটা বলা হয়তো বাড়াবাড়়ি হয়ে যাবে! তবে সকাল দেখে সারাদিনের একটা আভাস তো দেওয়া যেতেই পারে। রনজি ট্রফিতে এবার এখনও পর্যন্ত বাংলার চারটি জয়। আর তাতেই বাংলাকে নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ।
News18
News18
advertisement

সোমবার রাত থেকেই বাংলার জয়ের একটা আশা তৈরি হয়েছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) সেই আশা পূরণ হল। চলতি রনজি ট্রফির চতুর্থ ম্য়াচে রেলওয়েজকে হারাল বাংলা ক্রিকেট দল। এক ইনিংস এবং ১২০ রানে রেলকে হারাল বাংলা। বোনাস পয়েন্ট সমেত জয়।

লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা এখন গ্রুপ শীর্ষে। রেলের বিরুদ্ধে ম্যাচের সেরা ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার। ১৩৫ রান করেন তিনি। টস জিতে বাংলা প্রথমে ব্যাট করে। ৪৭৪ রানে অলআউট হয় বাংলা। অনুষ্টুপ ছাড়াও সুমন্ত গুপ্ত ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৩৬ রান করেন বিশাল ভাটি, ৪০ রানে অপরাজিত রাহুল প্রসাদ। রেলওয়েজের কুনাল যাদব ৪ উইকেট নেন। দুটো করে উইকেট নেন আদর্শ সিং এবং করণ শর্মা।

advertisement

রেলওয়েজ প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়। বাংলার সুরজ কুমার সিন্ধু পান চার উইকেট। দুটি করে উইকেট পান মহম্মদ কাইফ এবং রাহুল প্রসাদ। শাহবাজ আহমেদ এবং বিশাল ভাটি একটি করে উইকেট পান। ফলো অন করে রেল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও চাপে পড়ে। তারা মাত্র ১৩২ রানে অল-আউট হয়।

আরও পড়ুন- ১০ মাসের মধ্যে দু’বার বিয়ে! দুই বউ নিয়ে সংসার! আফগানিস্তানের রশিদ খান যা করলেন…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার এক ফোনেই বিনামূল্যে মিলবে অক্সিজেন! চালু হেল্পলাইন নম্বর
আরও দেখুন

এই ম্যাচ থেকে বাংলার ঝুলিতে মোট ৭ পয়েন্ট এসেছে। সঙ্গে গ্রুপ সি’র শীর্ষস্থানে বাংলা।  ৪ ম্য়াচে বাংলা মোট ২০ পয়েন্ট পেল। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। তিনে উত্তরাখণ্ড (১৬)। চারে সার্ভিসেস (১৩)।

বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy 2025: ক্রিকেটে 'সোনার সময়' বাংলার! রনজিতে আবার জয়, সঙ্গে বোনাস পয়েন্ট, যাকে পাচ্ছে তাকেই হারাচ্ছেন শাহবাজরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল