সোমবার রাত থেকেই বাংলার জয়ের একটা আশা তৈরি হয়েছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) সেই আশা পূরণ হল। চলতি রনজি ট্রফির চতুর্থ ম্য়াচে রেলওয়েজকে হারাল বাংলা ক্রিকেট দল। এক ইনিংস এবং ১২০ রানে রেলকে হারাল বাংলা। বোনাস পয়েন্ট সমেত জয়।
লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা এখন গ্রুপ শীর্ষে। রেলের বিরুদ্ধে ম্যাচের সেরা ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার। ১৩৫ রান করেন তিনি। টস জিতে বাংলা প্রথমে ব্যাট করে। ৪৭৪ রানে অলআউট হয় বাংলা। অনুষ্টুপ ছাড়াও সুমন্ত গুপ্ত ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৩৬ রান করেন বিশাল ভাটি, ৪০ রানে অপরাজিত রাহুল প্রসাদ। রেলওয়েজের কুনাল যাদব ৪ উইকেট নেন। দুটো করে উইকেট নেন আদর্শ সিং এবং করণ শর্মা।
advertisement
রেলওয়েজ প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়। বাংলার সুরজ কুমার সিন্ধু পান চার উইকেট। দুটি করে উইকেট পান মহম্মদ কাইফ এবং রাহুল প্রসাদ। শাহবাজ আহমেদ এবং বিশাল ভাটি একটি করে উইকেট পান। ফলো অন করে রেল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও চাপে পড়ে। তারা মাত্র ১৩২ রানে অল-আউট হয়।
আরও পড়ুন- ১০ মাসের মধ্যে দু’বার বিয়ে! দুই বউ নিয়ে সংসার! আফগানিস্তানের রশিদ খান যা করলেন…
এই ম্যাচ থেকে বাংলার ঝুলিতে মোট ৭ পয়েন্ট এসেছে। সঙ্গে গ্রুপ সি’র শীর্ষস্থানে বাংলা। ৪ ম্য়াচে বাংলা মোট ২০ পয়েন্ট পেল। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। তিনে উত্তরাখণ্ড (১৬)। চারে সার্ভিসেস (১৩)।
