TRENDING:

Ranji Trophy 2022: লজ্জার ব্যাটিং বাংলার, ক্রিকেটার থেকে মন্ত্রী সকলেই ফ্লপ, অলআউট ৮৮-তে

Last Updated:

Ranji Trophy 2022: ওড়িশার বারবাটিতে বরোদার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ৷ শুক্রবার বাংলা (Bengal Cricekt Team) প্রথম ইনিংসে অল আউট হল মাত্র ৮৮ রানে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কটক: রনজি ট্রফিতে (Ranji Trophy) ফের হতশ্রী বাংলা দল৷ বাংলা বনাম বরোদা (Bengal vs Baroda) ম্যাচে বৃহস্পতিবার শুরুটা ভালই করেছিল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। কিন্তু রাত পোহাতেই ফের জঘন্য অভিমন্যু ইশ্বরণের বাংলা দল৷  ওড়িশার বারবাটিতে বরোদার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ৷ শুক্রবার বাংলা (Bengal Cricekt Team)   প্রথম ইনিংসে অল আউট হল মাত্র ৮৮ রানে৷
Ranji Trophy 2022: Bengal all out for 88 against Baroda- Photo-Collected
Ranji Trophy 2022: Bengal all out for 88 against Baroda- Photo-Collected
advertisement

বাংলা বনাম বরোদা (Bengal vs Baroda) রনজি ট্রফি ২০২২ (Ranji Trophy 2022) প্রথম দিন ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপদের দাপটে বরোদাকে (Baroda) ১৮১ রানে আটকে দিয়েছিল বাংলা দল ( Bengal Cricekt Team) ৷  বরোদার ১৮১ -র জবাবে ব্যাট করতে নেমে বাংলা ক্রিকেট দল মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায়৷ বাংলা দলের হয়ে সুদীপ কুমার ঘরামি এবং অভিষেক পোরেল সর্বাধিক ২১ করে রান করেন৷ বাকি সকলেই এর চেয়ে কম রান করেন৷ শাহবাজ ২০ রান করে তৃতীয় সর্বাধিক রান করেন৷

advertisement

ফ্লপের তালিকায় মন্ত্রী থেকে অধিনায়ক সকলেই৷ দিন কয়েক আগেই মন্ত্রী মনোজ তিওয়ারির রনজি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলা নিয়ে জোর কথা হচ্ছিল কিন্তু রনজি ট্রফিতে প্রথম ম্যাচেই ব্যর্থ সেই মনোজ তিওয়ারি৷ তিনি ০ রানে আউট হন৷ বরোদার অতীত শেঠ, লুকমান মেরিওয়ালাদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়া বাংলা দলের ইনিংস। ৯৩ রানের লিড নিয়ে ব্য়াট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বরোদার দ্বিতীয় ইনিংসের স্কোর ১৪৪ রানে ৫ উইকেট। বরোদার লিড ২৩৭ রানের৷ হাতে এখনও ৫ উইকেট রয়েছে৷

advertisement

আরও পড়ুন - Rishabh Pant: এক হাতে ছক্কা হাঁকালেন পন্থ, দেখুন ভাইরাল ভিডিও, টি টোয়েন্টিতে ১০০তম ম্যাচ জয় ভারতের

বাংলা বনাম বরোদা দ্বিতীয় দিনটা বাংলা শুরু করেছিল  ২৪ রানে ১ উইকেট থেকে কিন্তু লাঞ্চের মধ্যেই গুটিয়ে যায় বাংলা। দলের ৫ জন ব্য়াটসম্যান আউট ০ রানে৷  খাতা খুলতে পারেননি।

advertisement

প্রথম ইনিংসে বল হাতে সাফল্যের পর এবার ইশান পোরেল দ্বিতীয় ইনিংসেও সফল , তিনি নিয়েছেন ২ উইকেট৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলার হাতে এখনও ২ দিন সময় রয়েছে৷ ফলে তৃতীয় দিনের শুরুতে বাংলার লক্ষ্য হবে বরোদাকে দ্রুত প্যাকআপ করে দেওয়া৷ তারপর ধীরেসুস্থে উইকেটে টিকে থেকে ব্যাটিং করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy 2022: লজ্জার ব্যাটিং বাংলার, ক্রিকেটার থেকে মন্ত্রী সকলেই ফ্লপ, অলআউট ৮৮-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল