ঈশানের সঙ্গী হিসেবে ম্যাচে খেলবেন মুকেশ কুমার ও নীলকন্ঠ দাস। কটক থেকে ফোনে ঈশান জানান, ‘কটকে এই মুহূর্তে বেশ গরম। একটু মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। আকাশদীপ না থাকাটা অবশ্যই ফ্যাক্টর। তবে যারা খেলবে তারা সেরাটা দিলেই আমরা সাফল্য পাবো।’ নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগবে এই ম্যাচে? ঈশানের উত্তর, ‘অবশ্যই নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। বেশ কয়েকটা ম্যাচ আমি খেলিনি। নকআউট পর্বে খেলতে পেরে ভালো লাগছে। আমাদের কাজ ঠিক জায়গায় বল করা।’ স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন এই মরশুমে বাংলার সেরা পারফর্মার শাহাবাজ আহমেদ। বাংলাকে শেষ আটে তোলার অন্যতম নায়ক এই বাঁহাতি অলরাউন্ডার। শাহবাজ বড় বাজি বাংলার। শাহবাজ ছাড়াও স্পিনের দায়িত্বে থাকছেন অর্ণব নন্দী। বলের পাশাপাশি অর্ণবের ব্যাটও বাংলার ভরসা।
advertisement
রঞ্জির শুরুতে খারাপ খেলে বাদ পড়া সুদীপ চট্টোপাধ্যায় এই ম্যাচে ফিরেছেন ক্লাব ক্রিকেটে রান করে। তবে সুদীপকে খেলানো নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। বুধবার রাত পর্যন্ত খবর দলে ফিরলেও ওড়িশার বিরুদ্ধে প্রথম একাদশে থাকছেন না সুদীপ। ৩ নম্বরে অভিষেক রমনের উপরেই ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও তিন নম্বরে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি অভিষেক। তবুও রমনের ওপর আস্থা রাখছেন কোচ অরুণলাল। ওড়িশার বিপ্লব সামন্ত, বসন্ত মহান্তি, শুভ্রাংশু সেনাপতিদের নিয়ে কী প্ল্যান করছে বাংলা? কোচ লালজি জানান, ‘বিপক্ষকে নিয়ে আমরা ভাবতে নারাজ। আমার দল কামব্যাক করতে জানে। প্রত্যেকটা বিভাগে নিজেদের সেরাটা দিতে পারলেই জয় নিশ্চিত। আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’
রঞ্জিতে এখন পর্যন্ত মাত্র একটা হাফ সেঞ্চুরি করা অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ আত্মবিশ্বাসী কোয়ার্টার ফাইনাল নিয়ে। গ্রুপ পর্যায় অতীত। নকআউট থেকে নতুন করে শুরু করতে চান ঈশ্বরণ। অধিনায়কের মতে, ‘নিজে রান পাচ্ছি না সেটা নিয়ে অতিরিক্ত ভাবতে চাইনা। নকআউট থেকে নতুন মঞ্চ, নতুন করে শুরু করব। দলের সবাই প্রয়োজনে কখনও না কখনও পারফর্ম করেছে। এটাই আমাদের দলের ইউএসপি।’ অধিনায়কের সঙ্গে ওড়িশা ম্যাচে ওপেন করবেন বাঁহাতি কৌশিক ঘোষ। ৩ নম্বরে রমন। ৪ ও ৫ নম্বরে যথাক্রমে মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার।
অনূর্ধ্ব ২৩ এ পারফর্ম করা উইকেটরক্ষক অগ্নিভ পান স্কোয়াডে থাকলেও ওড়িশার বিরুদ্ধে খেলবেন শ্রীবৎস গোস্বামী। ভুবনেশ্বর থেকে কটকের ড্রিমস বিশ্ববিদ্যালয়ে বাস করে যেতে সময় লাগে প্রায় দেড়ঘণ্টা। তাই ম্যাচ শুরুর সময় সকাল ৯ টার পরিবর্তে ৯.৩০ করার জন্য বাংলা দলের তরফ থেকে আবেদন করা হয় ম্যাচ রেফারিকে। তবে সে আবেদন রাখা হয়নি। সুইমিং পুল, জিম সমস্যার জন্য কটকের বদলে ভুবনেশ্বরে থাকছে বাংলা দল। সবুজ উইকেট। কটকের গরম। আকাশদীপ চোট। বেশ কিছু সমস্যা থাকলেও অতিরিক্ত ভাবতে নারাজ বাংলা শিবির। ওড়িশাকে হারিয়ে রঞ্জি সেমিফাইনালে উঠতে বদ্ধপরিকর টিম বাংলা।