অর্জুন রণতুঙ্গার অভিযোগ সত্যি হলে যেমন শ্রীলঙ্কার ক্রিকেটে গড়াপেটার ছায়া পড়তে পারে তেমনই ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের গর্বেও কালো দাগ লাগতে পারে।রণতুঙ্গার মতে, ‘‘ শ্রীলঙ্কা কেন সে দিন ভারতের কাছে হেরেছিল, তার তদন্ত করলেই সত্যিটা বেরোবে।’’
রণতুঙ্গার এই গড়াপেটার অভিযোগ শুনে ভারত এবং শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটাররাই স্তম্ভিত ৷ ওয়াংখেড়ের সেই ফাইনালে ৯৭ রান করা ওপেনার গৌতম গম্ভীর বলেন, ‘‘ রণতুঙ্গার কথা শুনে সত্যি অবাক হয়ে গিয়েছি ৷ এমন সম্মানীয় ব্যক্তি এরকম অভিযোগ গুরুতর ৷ ওকে এর প্রমাণ দিতেই হবে ৷ ’’ তবে নিজের বক্তব্যে অনড় রণতুঙ্গা ৷ তিনি আরও বলেন, ‘‘ বিশ্বকাপ ফাইনালে ঠিক কী হয়েছিল, তা ক্রিকেটারদের স্বীকার করার সময় এবার এসে গিয়েছে। সেই ঘটনার তদন্ত হওয়া দরকার। আমিও তখন ভারতে ছিলাম। আমি জানি আসল ঘটনাটা কী। কিন্তু এখন বলব না তদন্ত হলে সব প্রমাণ-সহ বলব।’’
advertisement