ওয়াসিমকে প্রশ্ন করা হয় 'পাকিস্তান ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তন এসেছে। আপনি তো নাজম শেঠিকে নিয়ে কথা বলেছিলেন। রামিজ রাজাকেও সরিয়ে দেওয়া হয়েছে....'। এই জায়গাতেই সাংবাদিককে থামিয়ে দেন ওয়াসিম আক্রম। তিনি প্রশ্ন করে বসেন 'কে?'
তারপরেই সাংবাদিক প্রশ্ন করে বসেন 'পিসিবির চেয়ারম্যান হিসেবে রামিজ রাজাকে আপনি কেমনভাবে পর্যালোচনা করবেন?' এর উত্তরে ওয়াসিমের স্পষ্ট জবাব 'দেখুন এই বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাই না। ও তো মাত্র ছয় দিনের জন্য এসেছিল! এখন ফের আবার ওঁর জায়গায় ফিরে গিয়েছে। নাজম শেঠির অভিজ্ঞতা রয়েছে। বিষয়টা তো এমন নয় যে শুধু ক্রিকেটারদেরকেই পিসিবির চেয়ারম্যান হতে হবে!
advertisement
আপনাকে ভালো প্রশাসক হতে হবে।নতুন ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। শাহিদ আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন নির্বাচক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। এই মাসেই হারুন রশিদকে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচক প্রধানের। আক্রম জানিয়েছেন রামিজ যত না কাজ করেছেন, তার থেকে বেশি নিজের ঢাক পিটিয়েছেন।