আইসিসি শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ জানায়, বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা চলছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ হারাল। এই বিরোধের সূত্রপাত হয় মাঠের বাইরে। বাংলাদেশ সরকার তাদের জাতীয় দলকে ভারতে সফরের অনুমতি দিতে অস্বীকার করেছিল।
advertisement
এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে রাজীব শুক্লা বলেন, “আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক এবং পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দিয়েছিলাম। কিন্তু যেহেতু ওরা এই সিদ্ধান্ত নিয়েছে, তাই শেষ মুহূর্তে পুরো সূচি পরিবর্তন করা অত্যন্ত কঠিন। এই কারণেই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
আরও পড়ুন- T20 WC থেকে সরিয়ে দিতে বাংলাদেশ ক্রিকেটে ফের নক্কারজনক পদক্ষেপ,ক্রিকেটারদের আর্তি -বাঁচান
আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের সঙ্গে আলোচনাতেও বারবার নিরাপত্তার বিষয় উঠে আসে বলে জানানো হয়। এর পর আইসিসি এই সিদ্ধান্তে পৌঁছায় যে, ভারতে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় দল, তাদের কর্মকর্তা বা সমর্থকদের কোনওরকম নিরাপত্তার অভাব হবে না।
সমস্ত দিক বিবেচনা করে আইসিসি প্রকাশিত টুর্নামেন্ট সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয়। আইসিসি টুর্নামেন্টের অখণ্ডতা ও পবিত্রতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেয়, যাতে অংশগ্রহণকারী সব দল ও ভক্তদের স্বার্থ রক্ষা হয় এবং এমন কোনও উদাহরণ সৃষ্টি না হয় যা আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে পারে। বুধবারের বৈঠকের পর আইবিসি বোর্ড বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে বলেছে যে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী অংশ নেবে কি না! এর পরও বাংলাদেশ রাজি হয়নি খেলতে আসার জন্য।
