আরও পড়ুন - Gurbaz: শাহরুখের দলের আসল পাঠান! গুরবাজই, নাইটদের স্বপ্ন দেখাচ্ছেন প্লে অফের
রজতকে নিয়ে প্রচন্ড উচ্ছ্বসিত ছিলেন বিরাট কোহলি। আগামী কয়েক বছর রজত ভারতীয় ক্রিকেটে রাজ করবেন এমনটাই জানিয়েছিলেন বিরাট। কিন্তু তারপর থেকে রজত ছিটকে গিয়েছিলেন একটা গোড়ালির জন্য। সেই কারণে এবারের আইপিএলে ছিলেন না তিনি। এবার অস্ত্রপ্রচার করে নিয়েছেন মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান।
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটা বড় পোস্ট লিখেছেন রজত। তিনি জানিয়েছেন সমর্থকদের কথা দিচ্ছি কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর রিহ্যাব শুরু করব। আর বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না। আইপিএল মিস করছি। আরসিবি ড্রেসিং রুম মিস করছি। আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে নামতে পারব।
বিরাট কোহলি পর্যন্ত লাইক করেছেন এই পোস্ট। রজত না থাকার কারণে বিরাট কোহলির দলের মিডল অর্ডার নড়বড়ে লেগেছে। এখন দেখার ইডেনে সেঞ্চুরি করে যাওয়া মধ্যপ্রদেশের রজত কত তাড়াতাড়ি আবার ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসতে পারে।