টি টোয়েন্টি বিশ্বকাপের এক সপ্তাহ পরে ভারত ও নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলছে৷ এই ম্যাচে খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল থেকে হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট৷ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলই নিজের নিজের গ্রুপ থেকে প্রথমে থেকে সেমিফাইনালে গেলেও ভারত -ইংল্যান্ডের কাছে এবং নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল৷
তবে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের থেকে ভারতীয় ক্রিকেট দল যা ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে অংশ নিচ্ছে তারা অনেকেই আলাদা৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ বিশ্রামে৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ ব্রিগেড এই সিরিজে নিজেদের পরীক্ষা করে নেবে৷
এদিকে খেলা পিছিয়ে টিম ইন্ডিয়া বিন্দাসভাবে ইন্ডোরেই খেলাধুলো করছে৷ তরুণদের নিয়ে হার্দিক ব্যাটিং লাইনআপ কীভাবে সামলান তার মধ্যে থেকেই উমরান মালিক বোলিংয়ে ফেরায় খানিকটা চাপমুক্ত পান্ডিয়া৷