TRENDING:

Rahul Dravid on Kohli : সেঞ্চুরিয়ান টেস্ট শুরু হওয়ার আগে বিরাটকে প্রশংসায় ভাসালেন কোচ রাহুল দ্রাবিড়

Last Updated:

Rahul Dravid in all praise for Virat Kohli in South Africa. ভারতীয় দলের প্রতি অবদানের জন্য বিরাটের প্রশংসায় দ্রাবিড়, জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের বিরাট এর অভিষেকের সময় তার মনে আছে। বিরাটের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় দলের অনুশীলনে বিরাট এবং রাহুল দ্রাবিড়
ভারতীয় দলের অনুশীলনে বিরাট এবং রাহুল দ্রাবিড়
advertisement

আরও পড়ুন - India vs South Africa : ভারত কড়া পরীক্ষায় ফেলবে বলছেন অ্যালান ডোনাল্ড, একমত নন এনতিনি

পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ হবে না জানা কথা। নতুন কোচ রাহুল দ্রাবিড় একেবারেই চান না টেস্ট সিরিজে বিতর্ক মনে করে ফোকাস নষ্ট হোক দলের। দক্ষিণ আফ্রিকা এমন একটা সফর যেখান থেকে অতীতে টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। ২৯ বছরের খরা কাটাতে মরিয়া ভারতীয় দল। এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি না থাকায় ভারতের সামনে বিরাট সুযোগ আছে। প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে খেলবেন না ডি কক। এটাও ভারতের বিরাট অ্যাডভান্টেজ।

advertisement

আরও পড়ুন - Pro Kabaddi League : কবাডিতে দুরন্ত বেঙ্গল ওয়ারিয়রস হারাল গুজরাত জায়ান্টকে, টানা দ্বিতীয় জয়

ভারতীয় দল অবশ্য ওসব নিয়ে ভাবতে নারাজ। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বড়দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন তাদের একমাত্র লক্ষ্য সিরিজ জয়। বিরাট কোহলির (Virat Kohli) বিরাট প্রশংসা করেছেন রাহুল দ্রাবিড়। জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের বিরাট এর অভিষেকের সময় তার মনে আছে। বিরাটের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছেন। শেষ দশ বছরে বিরাট নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছেন সেটা প্রশংসার যোগ্য।

advertisement

দলের মধ্যে ফিটনেস সংস্কৃতি বাড়িয়েছেন। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে ভারত হেরে গেলেও নিজে একাধিক শতরান করেছেন। সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। হয়তো কখনো বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। সেটা অন্যায় কিছু নয়। জেতার খিদে থেকেই ব্যাপারটা হয়।

নিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যাচ জিতেছেন। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মাঠেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। তাই দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটার হিসেবে কম স্মৃতি নেই দ্রাবিড়ের। তবে এবার চ্যালেঞ্জটা ভিন্ন। হেড কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জেতার ভাবনা নিয়ে এসেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দুটো সিরিজে কোচ হিসেবে কাজ করেছেন। টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে রাহুল দ্রাবিড়ের ভারত। টেস্ট সিরিজেও জিতেছে। কিন্তু দ্রাবিড় জানেন তাঁর ওপর কতটা প্রত্যাশা। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন প্রতি মুহূর্তে। টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে চ্যাম্পিয়ন করার গুরুদায়িত্ব দ্রাবিড়ের মাথায়।

বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Dravid on Kohli : সেঞ্চুরিয়ান টেস্ট শুরু হওয়ার আগে বিরাটকে প্রশংসায় ভাসালেন কোচ রাহুল দ্রাবিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল