আরও পড়ুন: স্টার্ক ঝড়ে দিশাহারা হায়দরাবাদের ব্যাটিং, বোঝালেন কেন তিনি এত দামি
এই বছর আইপিএলে ১২টি ম্যাচ খেলে ৪৩৫ রান করেছেন সল্ট। ৬টি অর্ধ শতরান-সহ ৩৪.৩৭ গড়ে এ বার ব্যাটিং করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৮২.০১। ফিল সল্ট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন গুরবাজ। প্রথম থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে পাওয়ার প্লে-র সুবিধা নিয়ে ক্ষণস্থায়ী কিন্তু ঝোড়ো ইনিংস খেললেন গুরবাজ। ১৪ বলে ২৩ রান করে নিজের আগমনের যেন জানান দিলেন তিনি। রীতি মতো ছেলেখেলা করলেন ভুবনেশ্বর কুমার এবং প্যাট কামিন্সের বোলিং নিয়ে। তাঁর ইনিংস সাজানো ছিল ২টি ছয় এবং ২টি চারে।
advertisement
নটরাজনের বলে আউট না হলে তিনি আরও কিছুটা ভরসা দিতে পারতেন কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তবে বাকি আর একটি ম্যাচ। ফাইনালে যে দলই আসুক, এমন দাপটের সঙ্গে ফাইনালে ওঠায় যেমন আত্মবিশ্বাস বাড়বে কেকেআরের, তেমনই গুরবাজের ব্যাটিং সল্টের অনুপস্থিতি অনেকটাই ঢাকতে পারে বলে মনে করা হচ্ছে।