শুধু ফরাসি ওপেনই নয়, আগামী উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল। ৩৬ বছর বয়সি টেনিসের মহাতারকা ফের কবে কোর্টে ফিরবেন, তা অবশ্য এখনও জানা যায়নি। তারই সঙ্গে আরও বড় জল্পনা, সামনের বছরই কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে পারেন নাদাল।
আরও পড়ুন: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, News18 Bangla-র ওয়েবসাইটে এক ক্লিকে দেখুন রেজাল্ট
নাদাল তাঁর কেরিয়ারের ২২টি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে ১৪টিই জিতেছেন ফরাসি ওপেন। সংবাদমাধ্যমে নাদাল বলেছেন, ‘এবার আমার পক্ষে ফরাসি ওপেনে নামা একেবারেই সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ওপেনে আমাকে যে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, এখনও সেই সমস্যা একেবারেই সমাধান হয়নি। তাই আমি কোনও রকম ঝুঁকি নিতে চাই না। সেই জন্য ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি।’
আরও পড়ুন: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, মার্কশিট ও সার্টিফিকেটে কি থাকছে নতুন কোনও চমক?
আগামী ২৮ মে, ২০২৩ থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। বৃহস্পতিবার মায়োরকায় নিজের অ্যাকাডেমিতে নাদালের আরও বক্তব্য, ‘আমি কিছুটা সময় নিয়ে নিজের সর্বোচ্চ খেলাটা খেলতে চেয়েছিলাম। কিন্তু চোট সমস্যায় ফেলে দিল। তবে যখনই মনে করব সম্পূর্ণ ফিট হয়ে আমি ফিরে আসবো। ডেভিস কাপ খেলায় ফিরে আসার লক্ষ্য নিয়ে থাকবো। ২০২৪ সালে সম্ভবত পেশাদার টেনিসে আমার শেষ বছর হতে চলেছে। আমার জন্য গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্টকে উপভোগ করে বিদায় জানানোই আমার লক্ষ্য’।