TRENDING:

ট্রেনিং সেশনে ফিরলেও, অলিম্পিক্সে অনিশ্চিত নাদাল! জানুন বিস্তারিত

Last Updated:

রোঁলা গাঁরোয় ট্রেনিং-এর সময় গুরুতর চোট পান নাদাল। তারপরেই তাঁর অলিম্পিক্সে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। তাঁর পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস: প্যারিসের রোঁলা গাঁরোয় ট্রেনিং সেশন চলাকালীন আঘাত পেয়ে মুল অলিম্পিক্স থেকেই অনিশ্চিত হয়ে পড়ে ছিলেন রাফায়েল নাদাল। কিছু পরেই আবার তাঁকে ট্রেনিং সেশনে ফিরে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আপামর ক্রীড়াপ্রেমীরা। কিন্তু বিপদের মেঘ এখনও কাটেনি। এখনও নাদাল সম্পূর্ণ সুস্থ নন বলেই মত নাদালের কোচ প্রাক্তন টেনিস খেলোয়াড় কার্লোস ময়া জানান, “এখনই তাঁর উপর জোর দেওয়া উচিত নয়, আমাদের সময় দেওয়া উচিত ধীরে ধীরে সে নিশ্চয় উন্নতি করবে।”
advertisement

তিনি আরও বলেন, “আমরা রবিবার পর্যন্ত দেখব নাদাল কেমন থাকে, তারপর আমরা সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন: অলিম্পিক্স উদ্বোধনের আগে ফ্রান্সে বড়সড় নাশকতা! বিপর্যস্ত রেল পরিষেবা

রোঁলা গাঁরোয় ট্রেনিং-এর সময় গুরুতর চোট পান নাদাল। তারপরেই তাঁর অলিম্পিক্সে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। তাঁর পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা যায়।

advertisement

মূলত ফ্রেঞ্চ ওপেনের কোর্ট হিসাবে বিখ্যাত রোঁলা গাঁরোয় এবার অলিম্পিক্সের টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল লালমাটির এই কোর্টে ১৪টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা ছিনিয়ে নিয়েছেন। এবার ছেলেদের অলিম্পিক্স টেনিসের সিঙ্গেলস এবং ডাবলস ইভেন্টে অংশ নেওয়ার কথা নাদালের। ডাবলস ইভেন্টে তাঁর সতীর্থ বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।

advertisement

রবিবার হাঙ্গেরির মার্টন ফুসকোভিকের মুখোমুখি হবেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডের দিকেই তাকিয়ে আছেন আপামর ক্রীড়াপ্রেমীরা। ওই রাউন্ডে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিক।

তাই অলিম্পিক্সে দুবার সোনাজয়ীর উপর এবার সবার নজর রয়েছে। কিন্তু, ঠিক তাঁর আগেই নাদাল এই ঘটনায় আদৌ তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আপাতত সংশয় ক্রীড়ামহল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ট্রেনিং সেশনে ফিরলেও, অলিম্পিক্সে অনিশ্চিত নাদাল! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল