তিনি আরও বলেন, “আমরা রবিবার পর্যন্ত দেখব নাদাল কেমন থাকে, তারপর আমরা সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন: অলিম্পিক্স উদ্বোধনের আগে ফ্রান্সে বড়সড় নাশকতা! বিপর্যস্ত রেল পরিষেবা
রোঁলা গাঁরোয় ট্রেনিং-এর সময় গুরুতর চোট পান নাদাল। তারপরেই তাঁর অলিম্পিক্সে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। তাঁর পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা যায়।
মূলত ফ্রেঞ্চ ওপেনের কোর্ট হিসাবে বিখ্যাত রোঁলা গাঁরোয় এবার অলিম্পিক্সের টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল লালমাটির এই কোর্টে ১৪টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা ছিনিয়ে নিয়েছেন। এবার ছেলেদের অলিম্পিক্স টেনিসের সিঙ্গেলস এবং ডাবলস ইভেন্টে অংশ নেওয়ার কথা নাদালের। ডাবলস ইভেন্টে তাঁর সতীর্থ বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
রবিবার হাঙ্গেরির মার্টন ফুসকোভিকের মুখোমুখি হবেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডের দিকেই তাকিয়ে আছেন আপামর ক্রীড়াপ্রেমীরা। ওই রাউন্ডে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিক।
তাই অলিম্পিক্সে দুবার সোনাজয়ীর উপর এবার সবার নজর রয়েছে। কিন্তু, ঠিক তাঁর আগেই নাদাল এই ঘটনায় আদৌ তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আপাতত সংশয় ক্রীড়ামহল।