বিয়ের আগে শনিবার গুরুত্বপূর্ণ একটি কাজ সারলেন সিন্ধু। আজ তাঁদের বাগদান পর্ব শেষ হল। দুজনের হাতেই আংটি। প্রি ওয়েডিংয়ের মতো ফটোশুট হল। তিনি জীবনের ডবলস পার্টনার হিসেবে বেছে নিয়েছেন বেঙ্কট দত্ত সাইকে, যিনি অতীতে আইপিএলের একটি দলের টিম ম্যানেজার ছিলেন।
আরও পড়ুন- কেকেআরের ভয়ঙ্কর বিপদ! তারকা ক্রিকেটারের আঙুল ভাঙল, কেলেঙ্কারি কাণ্ড
advertisement
হায়দরাবাদের ২৯ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা একটি লেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই লেখা বিখ্যাত লেবানিজ-মার্কিন লেখক কাহিল গাবরানের। ‘ওয়েন লাভ বেকনস ইউ, ফলো হিম। ফর লাভ গিভস নট বাট ইটসেলফ।‘ বাংলায় অর্থ অনেকটা এরকম- ভালবাসা যখন তোমায় ডাকবে বা ইশারা করবে, তখন তাঁর পিছনেই যেও। কারণ ভালবাসা শুধুই তোমায় ভালবাসা দেবে ’।
আরও পড়ুন- ২০৩৪ সালে পৃথিবীতে ঘটবে এক দুর্দান্ত ঘটনা, আর মাত্র ১০ বছর! শুনলে হা হয়ে যাবেন
অলিম্পিক্সে ২বার পদক জয়ের পর পিভি সিন্ধু কিছুটা ম্লান হয়েছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সময়টা তাঁর জন্য খুব একটা ভাল যায়নি। এই সময় পর্যন্ত পিভি সিন্ধু বারবার বিভিন্ন টুর্নামেন্টে ব্যর্থ হন। এরই মধ্যে প্যারিস অলিম্পিক্সে গিয়ে নিজের পদক জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করার সুযোগ থাকলেও তিনি তা করতে পারেননি। সেমিফাইনালেও পৌঁছাতে পারেননি। বছর শেষে অবশ্য সৈয়দ মোদি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। তার পর এবার বিয়েটাও সেরে ফেলতে চলেছেন সিন্ধু।