পাশাপাশি দ্রুত নিজের ‘সোনার ক্লাবে’ সিন্ধুকে চান বিন্দ্রা। সিন্ধুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে রয়েছেন বিগ বি।
তিনি গোল্ড ক্লাবে একা। সিন্ধুর জন্য তাই অপেক্ষায় রয়েছেন অভিনব বিন্দ্রা। ব্রাজিল অলিম্পিকের ব্যাডমিন্টনে ভারতীয় শাটলারের ফাইনালে ওঠার পর এমনটাই প্রতিক্রিয়া সোনার ছেলে অভিনব বিন্দ্রার।
advertisement
রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, অমিতাভ থেকে শাহরুখ। ট্যুইটে শুভেচ্ছার বন্যায় ভাসলেন পিভি সিন্ধু। ট্যুইটে সিন্ধুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ধুকে নিয়ে ট্যুইটে শোভা দে-কে খোঁচা অমিতাভ বচ্চনের। যিনি অলিম্পিক শুরুর দিনকয়েকের মধ্যেই ট্যুইট করে বিতর্ক বাড়িয়েছিলেন। পিভি সিন্ধুকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়ে বিগ বি লেখেন, ‘‘ মহিলাদের ক্ষমতাকে ছোট করবেন না। সিন্ধু আপনি ভারতের গর্ব। আপনার সঙ্গে ‘সেলফি’ তোলার ইচ্ছা রইল।’’
আজ রিওতে ইতিহাস গড়তে তৈরি সিন্ধু
কপিলদেব, সচিন তেন্ডুলকর থেকে রাজনাথ, সনিয়া, রাহুল, ভাসলেন সিন্ধুর জয়ে। ছাত্রীর গলায় সোনার পদক দেখেই হাল ছাড়তে চান গোপীচাঁদ। শুধু গোপীচাঁদই নন, সিন্ধুকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর প্রথম কোচও।
Bhaiyo es chori ne bhe lath gaad diya proud of #PVSindhu and wish u all the best for finale hope u come up wth gold