TRENDING:

শুভেচ্ছার বন্যায় সিন্ধু ! ‘গোল্ড ক্লাবে’ হায়দরাবাদি কন্যাকে চান বিন্দ্রা

Last Updated:

ইতিহাসের পাতায় পিভি সিন্ধু। শুভেচ্ছার বন্যায় ভাসলেন হায়দরাবাদি শাটলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ইতিহাসের পাতায় পিভি সিন্ধু। শুভেচ্ছার বন্যায় ভাসলেন হায়দরাবাদি শাটলার। সিন্ধুকে ট্যুইটে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলেই। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
advertisement

পাশাপাশি দ্রুত নিজের ‘সোনার ক্লাবে’ সিন্ধুকে চান বিন্দ্রা। সিন্ধুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে রয়েছেন বিগ বি।

তিনি গোল্ড ক্লাবে একা। সিন্ধুর জন্য তাই অপেক্ষায় রয়েছেন অভিনব বিন্দ্রা। ব্রাজিল অলিম্পিকের ব্যাডমিন্টনে ভারতীয় শাটলারের ফাইনালে ওঠার পর এমনটাই প্রতিক্রিয়া সোনার ছেলে অভিনব বিন্দ্রার।

advertisement

রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, অমিতাভ থেকে শাহরুখ। ট্যুইটে শুভেচ্ছার বন্যায় ভাসলেন পিভি সিন্ধু। ট্যুইটে সিন্ধুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ধুকে নিয়ে ট্যুইটে শোভা দে-কে খোঁচা অমিতাভ বচ্চনের। যিনি অলিম্পিক শুরুর দিনকয়েকের মধ্যেই ট্যুইট করে বিতর্ক বাড়িয়েছিলেন। পিভি সিন্ধুকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়ে বিগ বি লেখেন, ‘‘ মহিলাদের ক্ষমতাকে ছোট করবেন না। সিন্ধু আপনি ভারতের গর্ব। আপনার সঙ্গে ‘সেলফি’ তোলার ইচ্ছা রইল।’’

advertisement

আজ রিওতে ইতিহাস গড়তে তৈরি সিন্ধু

কপিলদেব, সচিন তেন্ডুলকর থেকে রাজনাথ, সনিয়া, রাহুল, ভাসলেন সিন্ধুর জয়ে। ছাত্রীর গলায় সোনার পদক দেখেই হাল ছাড়তে চান গোপীচাঁদ। শুধু গোপীচাঁদই নন, সিন্ধুকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর প্রথম কোচও।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শুভেচ্ছার বন্যায় সিন্ধু ! ‘গোল্ড ক্লাবে’ হায়দরাবাদি কন্যাকে চান বিন্দ্রা