আরও পড়ুন - Avinash Sable: সিয়াচেনে পোস্টিং থাকা ঘাতক কমান্ডো অবিনাশ সবলের স্টিপলচেজে ঐতিহাসিক রুপো
কিন্তু পরের দুটো সেট দুর্দান্ত লড়াই করে নাকের ডগা দিয়ে সেমিফাইনালে পৌঁছলেন। ম্যাচের ফল সিন্ধুর পক্ষে ১৯-২১, ২১-১৪, ২১-১৮। গো জিন দুরন্ত কিছু শট খেললেন। বিশেষ করে তার নেট প্লে এদিন সিন্ধুকে প্রচুর ঝামেলায় ফেলল। কিন্তু লড়াই হলেও সিন্ধু হিম্মত হারেননি।
advertisement
শেষ পর্যন্ত লড়াই চালালেন। তার স্ম্যাশ, ফোরহ্যান্ড, ক্রস কোর্ট ছিল দেখার মত। তৃতীয় সেটে দুজনের মধ্যে কার্যত কারো দম ছিল না। তিনটে সেট পর্যন্ত ম্যাচ গড়ালে সেটাই স্বাভাবিক। কিন্তু সিন্ধু জানতেন তাকে শেষ ৫ পয়েন্টের জন্য কিছুটা দম বাঁচিয়ে রাখতে হবে।
অভিজ্ঞতার পুরস্কার পেলেন তিনি। মালয়েশিয়ার গো সিন্ধুর শট আটকাতে বেশ কয়েকবার মাটিতে আছাড় খেলেন। আরো একটা পদক নিশ্চিত করলেন সিন্ধু। তবে এবার স্বর্ণপদক জয় তার একমাত্র লক্ষ্য। যে ছন্দে আছেন তাতে একটু ভাগ্যের সহায়তা পেলে স্বর্ণপদক জয় সম্ভব সিন্ধুর।
ম্যাচ শেষে দেখা গেল কোচ পার্ক এসে জড়িয়ে ধরছেন সিন্ধুকে। বোঝাই গেল এবারের গেমসে সবচেয়ে কঠিন লড়াই পার করে হাঁফ ছেড়ে বেঁচেছেন সিন্ধু। কিন্তু ক্যারিয়ারের প্রথম কমনওয়েলথ সোনা পাওয়ার জন্য আরো দুটো কঠিন ম্যাচ অপেক্ষা করছে তার জন্য।