প্রথম ম্যাচে অশ্বিনী এবং সুমিত রেড্ডি জুটি গজল সিদ্দিকী এবং ভাট্টি জুটিকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারালেন। দ্বিতীয় ম্যাচে পুরুষদের শ্রীকান্ত হারালেন মুরাদ আলিকে। ব্যবধান ২১-১২। তবে সবচেয়ে দাপট দেখালেন পি ভি সিন্ধু। পাকিস্তানের পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মাহুর শাহজাদকে ২১-৭, ২১-৬ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি।
আরও পড়ুন - IND vs AUS : কমনওয়েলথ মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত লড়েও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের
advertisement
সিন্ধুর সামনে মাহুরকে দেখে শিক্ষানবিশ মনে হচ্ছিল। যেমন ইচ্ছে তেমন পয়েন্ট নিলেন ভারতীয় তারকা। দুজনের পার্থক্যটা বোঝা যাচ্ছিল সহজেই। সিন্ধু কেন অলিম্পিকে ব্রোঞ্জ এব রূপো জয় করেছেন সেটা আবার প্রমাণ করলেন। সব মিলিয়ে প্রথম দিনে ব্যাডমিন্টন ইঙ্গিত দিয়ে রাখল এবার একাধিক পদক আসতে পারে।
তবে এরপর ভারতের চ্যালেঞ্জ কিছুটা কঠিন হবে ইংল্যান্ড, কানাডার তারকারা সামনে পড়লে। কিন্তু সিন্ধুর ওপর পদকের আশা ছাড়া কি করছে না ভারত। তিনি নিজেও জীবনের প্রথম কমনওয়েলথ স্বর্ণপদ জিততে মরিয়া। পাশাপাশি ভারতের তরুণ প্রতিভা লক্ষ্য সেনকে নিয়েও আশা আছে ভারতের। শ্রীকান্ত স্বর্ণপদক জয়ের যোগ্যতা রাখেন।