এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ভুটানসহ একাধিক দেশ থেকে প্রায় ৪০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলা থেকে অংশগ্রহন করেছিল মোট ৯৬ জন প্রতিযোগী । তার মধ্যে ৫০ টি পদক এল পূর্ব বর্ধমানে।
আরও পড়ুন - Howrah News: মা কালীর আরাধনার ১০০ বছর, শতবর্ষের কালীপুজো হবে বাগনানের বাঙালপুরে
advertisement
পদকগুলির মধ্যে রয়েছে ১০টি সোনা, ১৩টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ। প্রতিযোগীরা প্রত্যেকেই পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির শিক্ষার্থী বলে জানা গেছে । এই সাফল্যে খুশি দ্য মার্শাল আর্টস অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক। খুশি গোটা জেলাবাসী।
আরও পড়ুন - PV Sindhu Wins Gold: পায়ে ব্যান্ডেজ নিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জয় পিভি সিন্ধুর
অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জনিয়েছেন, ধ্রুবজিৎ দত্ত, শ্রেয়সী ঘোষ ও অঞ্জনাভ সাধু দুটি করে স্বর্ণপদক এবং বৈদ্যুতি মণ্ডল, ঈশানী গুপ্তা , সঞ্চিতা রাম ও দেবনীল মণ্ডল একটি করে স্বর্ণপদক পেয়েছে । আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা খুব কঠিন হয় । আর ওই কঠিন প্রতিযোগিতার মধ্যেও এই সাফল্য খুবই গর্বের বিষয়। আমার শিক্ষার্থীর এই সাফল্যে তিনি খুব খুশি ।
Malobika Biswas





