শুক্রবার ভোরে ৬৭ বছর বয়সে মারা যান শ্রীনিবাসন। এদিন ভোরে শ্রীনিবাসন তাঁর বাসভবনে পড়ে যান। তাঁকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো যায়নি বলে সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনে বাংলায় হবে ২,৯৮২ নিয়োগ, না জানলে বড় মিস
প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারী শ্রীনিবাসন, ঊষার বর্ণাঢ্য ক্রীড়া এবং রাজনৈতিক জীবনে সর্বদা তাঁর পাশে ছিলেন। ১৯৯১ সালে ঊষা শ্রীনিবাসনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁকে ব্যাপকভাবে তাঁর সমর্থনের স্তম্ভ এবং তাঁর অনেক পেশাদার মাইলফলকের পিছনে চালিকা শক্তি হিসাবে বিবেচনা করা হত। এই দম্পতির একটি ছেলে উজ্জ্বল রয়েছে।
আরও পড়ুন: ভোটের আগেই স্কুলে স্কুলে গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা, দিনক্ষণ জানাল স্কুল সার্ভিস কমিশন
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি একটি পোস্টে বলেছেন, “রাজ্যসভার সাংসদ এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার স্বামী শ্রী ভি. শ্রীনিবাসনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ঊষাজি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে শক্তির জন্য প্রার্থনা করছি।”
