টেকনিকে নয়। বাংলার ক্রিকেটারদের সমস্যাটা মানসিক। মনোজ-সুদীপদের সঙ্গে দু’দিনের বিশেষ মেন্টাল স্ট্রেংথ সেশন শেষ করার পর এমনই ধারণা মুগ্ধা বাওড়ের। মারাঠি মনোবিদের সঙ্গে বঙ্গ ক্রিকেটারদের বিশেষ কর্মশালার প্রথম পর্ব সোমবারই শেষ হল। আগের দিন টিম সেশনের পাশাপাশি বাংলার র পুলে থাকা ব্যাটসম্যানদের সঙ্গে আলাদা একক সেশন করেছিলেন মুম্বইয়ের মহিলা। এদিন সিএবি’তে আলাদা করে সেশন করলেন দিন্দাদের সঙ্গে। সঙ্গে ছিলেন কোচ সাইরাজও। বোলারদের প্রত্যেকের সঙ্গেও আলাদা করে কথা বলেন মুগ্ধা।
advertisement
অতীতে রিও অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে কাজ করেছেন। এশিয়াড এবং কমনওয়েলথের প্রতিযোগীদের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেটারদেরও আলাদা করে দেখছেন না সাইরাজের সাপোর্ট টিমের নতুন মনোবিদ। এদিকে দু’দিনের সেশন শেষ হওয়ার পর অভিষেক ডালমিয়া জানালেন, মরশুম জুড়েই ফের বাংলার সিনিয়রদের সঙ্গে ফের সেশন হবে মুগ্ধার। এমনকী, অনূর্ধ্ব ২৩-এও তাঁকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সিএবি’র।