অর্ধ শুরু হতেই একটি অল আউট রেইড করে ১৫-১৯ এ এগিয়ে যায় পাটনা। তার পর মোটামুটি অনেকক্ষণ ভদ্রস্থ ব্যবধান রাখার পরে, আর ম্যাচ ধরে রাখতে পারল না পুনে। ২০-২৩ এ এগিয়ে থাকার পর পাটনা একের পর এক সুপার রেইড এবং সুপার ট্যাকল করে নিজেদের লিড প্রচুর পরিমাণে বাড়িয়ে নেয়। ২১-৩৫ অবধি নিজেদের ব্যবধান এগিয়ে নিয়ে যায় পাটনা।
advertisement
পুনের সুনীলকে হলুদ কার্ড দেওয়া হয় সংকেতের জার্সি টেনে ট্যাকল করার জন্য। এরপর আর ম্যাচে ফেরার ক্ষমতা ছিল না পুনেরি পল্টনের। পাটনার সচিন তার একটি সুপার ১০ পূর্ণ করেন। দিনের দ্বিতীয় ম্যাচে হরিয়ানা স্টিলার্স হারিয়ে দিল তেলুগু টাইটানসকে। টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে ৩৯-৩৭ ফলে জিতল হরিয়ানা।
প্রথম অর্ধে হরিয়ানা স্টিলার্স ২৩-১৯ পয়েন্টে এগিয়েছিল। দ্বিতীয় অর্ধে তেলেগু টাইটানস ম্যাচে ফেরার চেষ্টা করলে ব্যর্থ হয় তারা। হরিয়ানার হয়ে ১২ পয়েন্ট নেন অলরাউন্ডার মিতু। এছাড়া রোহিত গুলিয়া ৮ পয়েন্ট অর্জন করেন।অন্যদিকে তেলেগু টাইটানস এর হয়ে ২৩ মিনিটে অঙ্কিত বেনিওয়ালকে নামানোর পর থেকেই ম্যাচে আসতে আসতে ফিরতে শুরু করে তারা।
অঙ্কিত ৯ পয়েন্ট অর্জন করেন। এছাড়াও সিদ্ধার্থ দেশাই শুরুতে পয়েন্ট নিয়ে ম্যাচে টিকিয়ে রাখে তেলেগু দলকে। এই ম্যাচে জয়ের ফলে হরিয়ানা উঠে এল ৮ নম্বর স্থানে। অন্যদিকে ম্যাচে হেরে তেলেগু লিগ টেবিলে নেমে ১১নম্বর স্থান ধরে রাখল।