ট্রিপল সেঞ্চরি করে ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা ইনিংসটা খেলার পাশাপাশি রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরারও হলেন পৃথ্বি শ। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরার মহারাষ্ট্রের বাবাসাহেব নিম্বলকরের। তিনি অপরাজিত ৪৪৩ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার হওয়ার রেকর্ড নিজের নামে করলেন পৃথ্বি। এর আগে ৩৭৭ রান ছিল সঞ্জয় মঞ্জরেকরের। ৩৭৯ করে শীর্ষে উঠলেন পৃথ্বি শ।
advertisement
এছাড়াও আরও একটি রেকর্ড নজির নিজের নামে করেছেন পৃথ্বি শ। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হলেন পৃ্থিব শ যার রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। বিজয় হজারে ট্রফিতে ডবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। ইনিংসের পর পৃথ্বি শ বলেছেন,'এমন ইনিংস খলেতে পরে খুশি। ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের কারণেই এই সাফল্য। এটা ধরে রাখাই লক্ষ্য।'
আরও পড়ুনঃ বোলিং বিভাগে একাধিক চমক, ভারত সফরের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
পৃথ্বি শ-এর এই অনবদ্য ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের সুযোগ পাওয়ার প্রবল দাবিদার হয়ে উঠেছেন পৃথ্বি। তবে রোহিত শর্মা, কেএল রাহুল, শুবমান গিলদের ভিড়ে পৃথ্বি শ-এর জায়গা হবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।