TRENDING:

সৌদির রাজার নির্দেশে প্রত্যেক ফুটবলারের হাতে পৌঁছে গেল রোলস রয়েস গাড়ির চাবি! আজ সামনে পোল্যান্ড

Last Updated:

Prince Mohammed bin Salman to present RM6 million Rolls Royce Phantom to Saudi footballers. সৌদির রাজার নির্দেশে প্রত্যেক ফুটবলারের হাতে পৌঁছে গেল রোলস রয়েস গাড়ির চাবি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: ফ্লুক নয়, কঠিন পরিশ্রমের ফল পেয়েছে সৌদি আরব ফুটবলাররা। এমনটাই মনে করেছেন তাদের ফরাসি কোচ রেনার্ড। বুধবার সৌদি আরবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়। আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর রাজা সালমনের কাছে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমন। সেই প্রস্তাবে তিনি রাজি হন তিনি। বুধবার সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় বন্ধ ছিল।
পোল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই বিরাট পুরস্কার পেলেন সৌদি ফুটবলাররা
পোল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই বিরাট পুরস্কার পেলেন সৌদি ফুটবলাররা
advertisement

সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয় সে দেশে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানালায় ছিল সৌদির পতাকা। বাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতে দেখা গেছে অনেককে। রাস্তায় উপচে পড়া ভিড় জানান দিয়েছে, আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা।

আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে খেলা প্রত্যেক ফুটবলারকে উপহার দেবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রত্যেককে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি দেওয়া হবে। ম্যাচ জেতার কৃতিত্ব দলের কোচ হার্ভে রেনার্ডকে দিয়েছেন ফুটবলাররা। সৌদির মিডফিল্ডার আবদুলেলা আল-মালকি বলেছেন, ম্যাচের আগে কোচ আমাদের সবাইকে ডেকে বলেছিলেন দেশের জন্য নিজেদের ২০০ শতাংশ দিতে।

advertisement

কীভাবে আমরা এতটা পথ পেরিয়ে এসেছি সেই গল্প আমাদের বলেন কোচ। সেসব কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলাম আমরা। বাড়তি তাগিদ পেয়েছিলাম। এদিকে শনিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে নামছে সৌদি আরব। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে আটকে গিয়েছিল পোল্যান্ড। সেরকম কিছু করতে পারেনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ানদস্কি।

advertisement

আজ সৌদি বিশ্বাস করছে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় তাদের কাছে একটা বিরাট অক্সিজেন। আর এবার বিশ্বকাপে যেভাবে চমক দেখাচ্ছে এশিয়ার দলগুলো, তাতে আজ বিকেলে পোল্যান্ডকে সৌদি হারাতে পারবে না এমনটা বিশ্বাস করতে রাজি নন ফুটবলাররা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুধু রলস রয়েস গাড়ি নয়, বিশ্বকাপে এগোতে পারলে প্রত্যেক ফুটবলারের জন্য আরও বড় উপহার অপেক্ষা করে আছে জানিয়ে দিয়েছে সে দেশের রাজার ঘনিষ্ঠরা। তাই শক্তিশালী পোল্যান্ডের বিরুদ্ধে ও মাঠে নামার আগে নিজেদের হীনমন্যতায় ভুগতে রাজি নয় গ্রিন ফ্যালকনরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সৌদির রাজার নির্দেশে প্রত্যেক ফুটবলারের হাতে পৌঁছে গেল রোলস রয়েস গাড়ির চাবি! আজ সামনে পোল্যান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল