TRENDING:

Durand cup : বিদেশি স্টাইলে ১৩১ তম ডুরান্ড কাপের ট্রফি ট্যুর ! ১৬ আগস্ট হবে নীরবতা পালন

Last Updated:

Prestigious 131 Durand Cup has flag off ceremony today at Fort William by sports minister Aroop Biswas. ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান সম্পন্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৩১ তম ডুরান্ড কাপ শুরু হবে ১৬ আগস্ট থেকে। কলকাতা ডার্বি দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধন হবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের। এদিন ছিল ট্রফি টুর। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে ফোর্ট উইলিয়ামে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন ডুরান্ড কলকাতা ডার্বি দিয়ে শুরু করার পক্ষে তিনি মত জানিয়েছিলেন।
ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান সম্পন্ন
ঐতিহ্যশালী ডুরান্ড কাপের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান সম্পন্ন
advertisement

আরও পড়ুন - East Bengal : বুধবার সই পর্ব প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের, লক্ষ্য সন্দেশ এবং অমরিন্দর

সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ তারা অনুরোধ মেনে নেওয়ায়। ৪২ বছর আগে ১৬ আগস্ট কলকাতা ডার্বিতে ঘটে গিয়েছিল বড় দুর্ঘটনা। সেটা মনে রেখেই পালিত হয় ফুটবলপ্রেমী দিবস। ওই দিন রক্তদান শিবির অনুষ্ঠিত করে আইএফএ। ৪২ বছর পর আবার ডুরান্ড কাপের হাত ধরে ১৬ আগস্ট কলকাতায় ফিরছে কলকাতা ডার্বি।

advertisement

advertisement

প্রতিযোগিতা সফল হওয়ার ব্যাপারে আশাবাদী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের তরফ থেকে সেনাবাহিনীকে আগেও সব রকম সাহায্য করা হয়েছিল। এবারও একইভাবে ডুরান্ড কাপ সফল করে তোলার চেষ্টা করা হবে। ক্রীড়ামন্ত্রী আশাবাদী কদিন আগে এটিকে মোহনবাগানের এএফসি কাপের খেলা এবং ভারতীয় দলের খেলা দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেমন মানুষের ঢল নেমেছিল, তেমনই ঐতিহ্যশালী এশিয়ার সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট দেখতে এবং নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে মাঠে আসবেন দর্শকরা।

advertisement

কলকাতা ছাড়াও ডুরান্ডের ম্যাচ হবে গুয়াহাটি আর ইম্ফলেও। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম ও নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামেও হবে ডুরান্ডের ম্যাচ। মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুবভারতীতে।

সেরা ভিডিও

আরও দেখুন
অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি করেন বৃদ্ধ
আরও দেখুন

সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কে কে রেপসওয়াল বলেন, বাংলার ফুটবলে ১৬ অগস্ট দিনটির মাহাত্ম্য সম্পর্কে আমরা অবহিত। যেহেতু ১৫ অগস্ট স্বাধীনতা দিবস, তাই জেনে বুঝেই, ১৬ অগাস্ট ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনটির কথা স্মরণে রেখে খেলার আগে দু'মিনিট নীরবতা পালনও করা হবে। এমনকি সেই ১৬টি পরিবারর সদস্যদের সংবর্ধনা জানানো হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Durand cup : বিদেশি স্টাইলে ১৩১ তম ডুরান্ড কাপের ট্রফি ট্যুর ! ১৬ আগস্ট হবে নীরবতা পালন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল