TRENDING:

R Praggnanandhaa: প্রজ্ঞানন্দ বনাম কার্লসেন দ্বিতীয় গেম ড্র! টাইব্রেকারে সিদ্ধান্ত বৃহস্পতিবার

Last Updated:

বৃহস্পতিবার প্রথমে ২৫ মিনিট করে দু’টি র‌্যাপিড প্রতিযোগিতা খেলবেন কার্লসেন এবং প্রজ্ঞানন্দ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ইতিহাস তিনি তৈরি করে ফেলেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী যতটা উৎসাহী ভারতের চন্দ্রযানের সফলতা নিয়ে, ততটাই আনন্দিত প্রজ্ঞানন্দের জন্য। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বের সেরা নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে আটকে রেখেছেন তিনি। মঙ্গলবার প্রথম ক্লাসিক্যাল ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। আর কালো ঘুঁটি দিয়ে খেলেছিলেন কার্লসেন।
বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের সামনে বিস্ময় বালক
বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের সামনে বিস্ময় বালক
advertisement

প্রথম দিন ৩৫ চালের পরে খেলাটি ড্র হয়েছিল। তবে অনেকক্ষণ স্থায়ী হয়েছিল ম্যাচটি। বুধবার আবার কালো ঘুঁটি নিয়ে খেলেন প্রজ্ঞা। কার্লসেন সাদা ঘুঁটি নিয়েছিলেন। খেলাটি তাই তিনিই শুরু করেন। শুরুতে থেকেই দুই প্লেয়ার কুইন সামলে একে অপরকে টক্কর দিয়ে চলেছিলেন। খুব দ্রুত চাল দিচ্ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য একটি সময়ের পর দু’জনের কেউই কুইনকে রক্ষা করতে পারেননি।

advertisement

advertisement

কুইন হারিয়ে খেলার গতি কিছুটা স্লো হলেও, লড়াই জারি ছিল। তবে সেই সময়েই মনে হচ্ছিল, খেলা ড্রয়ের দিকেই এগোচ্ছে। এই ড্রয়ের ফলে দুই প্রতিযোগীরই পয়েন্ট দাঁড়াল ১। এবার বৃহস্পতিবার টাইব্রেকারে ম্যাচের মীমাংসা হবে। টাইব্রেকারের পরেই দাবার বিশ্বচ্যাম্পিয়ন পাওয়া যাবে। বৃহস্পতিবার প্রথমে ২৫ মিনিট করে দু’টি র‌্যাপিড প্রতিযোগিতা খেলবেন কার্লসেন এবং প্রজ্ঞানন্দ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সেখানেও যদি ম্যাচের ফলাফল না পাওয়া যায়, সে ক্ষেত্রে আবার ১০ মিনিট করে দু’টি র‌্যাপিড প্রতিযোগিতা খেলবেন তাঁরা। সেখানেও ফল না মিললে ১০ মিনিট করে দু’টি ব্লিৎজ প্রতিযোগিতা হবে। এর মধ্যেই বিশ্বনাথন আনন্দ থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, অশ্বিন এবং আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিস্ময় বালককে। এখন সারা দেশে একটাই প্রার্থনা কাল যাতে ইতিহাস তৈরি করতে পারেন প্রজ্ঞা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
R Praggnanandhaa: প্রজ্ঞানন্দ বনাম কার্লসেন দ্বিতীয় গেম ড্র! টাইব্রেকারে সিদ্ধান্ত বৃহস্পতিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল