TRENDING:

আশার আলো! ফের মাঠে নামবেন 'ভাইরাল' ফুটবলার পৌলমী অধিকারী

Last Updated:

Poulami Adhikari Footballer: একটা ভাইরাল ভিডিও-র পরই জীবন বদলে যাবে ফুটবলার পৌলমীর! ফিরছেন ফুটবল মাঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাল কিছু হয় নাকি! এমন কথা অনেকেই হয়তো ব্যঙ্গের সুরে বলেন! তবে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাল কিছু হয় বৈকি! না হলে পৌলমী অধিকারীর মতো ফুটবলারদের দুর্দশার কথা সাধারণ মানুষ জানতে কী করে!
advertisement

অবশেষে আশার আলো দেখা দিয়েছে পৌলমীর জীবনে। অভাবের তাড়নায় পিঠে ফুটবল কিটের বদলে ফুড ডেলিভারির ব্যাগ নিয়ে ছুটতে হয় তাঁকে। ফুটবল মাঠের থেকে তাঁর দূরত্ব বাড়ছিল ক্রমশ। তবে আবার পৌলমীকে ফুটবল মাঠে দেখা যাবে।

আরও পড়ুন- মধ্যরাতে শহরে পা রাখলেন বিরাট, ইডেনে কিং কোহলির জন্যই টিকিটের চাহিদা তুঙ্গে

advertisement

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের থেকে বড়সড় আশ্বাস পেলেন তিনি। ভাইরাল ‘ডেলিভারি গার্ল’ পৌলমী ময়দানে ফিরবেন আবার! বৃহস্পতিবার পৌলমীর সঙ্গে দেখা করেন ক্রীড়ামন্ত্রী। তিনি পৌলমীকে আশ্বাস দিয়েছেন। ফলে আন্দাজ করা হচ্ছে. পৌলমীকে হয়তো কন্যাশ্রী কাপে খেলতে দেখা যাবে।

advertisement

এই কন্যাশ্রী কাপেই কিছুদিন আগে ইস্টবেঙ্গলের মেয়েরা বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫ গোল দিয়েছিল। এবার সেই টুর্নামেন্টে দেখা যেতে পারে পৌলমীকে। তবে তাঁকে কোন দলের জার্সিতে দেখা যাবে, তার উত্তর হয়তো সময়ই দেবে।

ভারতীয় দলে ফুটবল খেলেছেন পৌলমী। মা ছোটবেলায় মারা গিয়েছেন। বাবা গাড়িচালক। মাসির কাছে মামাবাড়িতে বড় হয়েছেন পৌলমী। সংসারে অনটন। তাই ফুটবল ছেড়ে ফুড ডেলিভারির কাজ করতে হয় তাঁকে। তবে একটা ভাইরাল ভিডিও তাঁকে প্রচারের আলোয় এনে ফেলেছে।

advertisement

আরও পড়ুন- হাঁটতে শিখে গেল মেয়ে! জন্মদিনে ভামিকার জন্য বিরাট কোহলির আদুরে পোস্ট

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোয় ছিল না, কালীপুজোয় খুশিতে ডগমগ করছেন বাঁকুড়ার শিল্পীরা। হঠাৎ কী হল?
আরও দেখুন

পৌলমীর দাবি, একটা চাকরি। আইএফএ-র তরফেও পৌলমীর চাকরির জন্য চেষ্টা করা হতে পারে। এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, বাংলার প্রায় প্রতিটি খেলোয়াড়ের খোঁজ আমি ব্যক্তিগতভাবে রাখি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাপারে নির্দেশ রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় ওর ব্যাপারটা জেনেছি। তার পরই ওর সঙ্গে যোগাযোগ করি। ও এত সিনিয়র ফুটবলার। চাইলে আগেই সমস্যার কথা আমাকে জানাতে পারত। ও বলেছে, এই জায়গাতেই ওর ভুল হয়েছে। পৌলমী যাতে আবার মাঠে ফিরতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আশার আলো! ফের মাঠে নামবেন 'ভাইরাল' ফুটবলার পৌলমী অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল