মধ্যরাতে শহরে পা রাখলেন বিরাট, ইডেনে কিং কোহলির জন্যই টিকিটের চাহিদা তুঙ্গে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
১১ তারিখ অর্থাৎ বুধবার মেয়ে ভামিকার জন্মদিন ছিল। দ্বিতীয় বছরের জন্মদিন। সেই কারণে মঙ্গলবার ম্যাচের পরেই গুয়াহাটি থেকে সোজা মুম্বইয়ে চলে যান বিরাট।
কলকাতা: মধ্যরাতে শহরে পা রাখলেন বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে বুধবার দুপুরে দলের সঙ্গে কলকাতায় আসেননি তিনি। আজ, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। তার আগে রাত ১ টায় কলকাতা বিমানবন্দরে এসে নামেন তিনি। ১১ তারিখ অর্থাৎ বুধবার মেয়ে ভামিকার জন্মদিন ছিল। দ্বিতীয় বছরের জন্মদিন। সেই কারণে মঙ্গলবার ম্যাচের পরেই গুয়াহাটি থেকে সোজা মুম্বইয়ে চলে যান বিরাট।
মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টও করেছেন বিরাট। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আমার হৃদস্পন্দন আজ দু’বছরে পা দিল।’’
advertisement
My heartbeat is 2 ❤️ pic.twitter.com/DbpI0d67Q9
— Virat Kohli (@imVkohli) January 11, 2023
advertisement
গুয়াহাটিতে তাঁর ব্যাট থেকে আসা বহুপ্রতীক্ষিত সেঞ্চুরি হঠাৎ করেই যেন ইডেন ম্যাচ ঘিরে উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যার প্রভাব সরাসরি পড়েছে টিকিটের চাহিদায়। বুধবার ইডেনে টিকিট কাউন্টারের জন্য ভিড় যেন বাধ মানছে না। হাজার হাজার ক্রিকেটপ্রেমী রাতারাতি হাজির হয়ে গিয়েছেন সেরা ছন্দে থাকা বিরাটকে দেখতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 7:29 AM IST