অস্ট্রিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিসে পর্তুগাল জুড়ে ভিলেন তিনি। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কার্টুন পোস্টে তাঁর মুখ। কে বলবে, মাত্র এক মাস আগেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর লিসবন থেকে মাদ্রিদ জুড়ে ছিল তাঁর জয় গান। ইউরোর নক আউটে অনিশ্চিত পর্তুগাল। কাঠগড়ায় সেই সিআর সেভেন।
আইসল্যান্ডের পর অস্ট্রিয়া। টানা দুই ম্যাচে আটকে গ্রুপ টেবিলে দুই পয়েন্টে আটকে রোনাল্ডোর পর্তুগাল। গ্রুপ ‘এফ’-এ মাস্ট উইন ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ হাঙ্গেরি।
advertisement
দলে চোট-আঘাত না থাকলেও কোচ ফার্নান্দো স্যান্টোসের হাতে অপশন কম। স্ট্রাইকিং ফোর্স বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তাই প্রথম দলে পরিবর্তনের সম্ভাবনা কম। ৪-৪-২ ফর্মেশনে গোলে রুই প্যাট্রিসিয়া, ডিফেন্সে পেপে, ভিয়েরিনা, কারভালহোর সঙ্গি গুয়েরেরো। মাঝমাঠে কুয়ারেশমা, গোমেজ, কারভালহো এবং মোতিনহো। উপরে নানির সঙ্গী রোনাল্ডো।
চার পয়েন্টে দাঁড়িয়ে থাকা হাঙ্গেরি চোট সমস্যায় পর্তুগাল ম্যাচে পাবে না দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আতিলা ফিওলাকে। জটিল অঙ্কে দাঁড়িয়ে গ্রুপ এফ। অস্ট্রিয়া-আইসল্যান্ড ম্যাচের ফলাফলেও যে জড়িয়ে রয়েছে রোনাল্ডোর নক আউট ভাগ্য।