TRENDING:

রিওতে এবার আরও বেশি পদক জয়ের আশায় ভারত

Last Updated:

এবার আরও বড়। আরও বেশি। জাম্বো দল নিয়ে ব্রাজিল অলিম্পিকে যাচ্ছে ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  এবার আরও বড়। আরও বেশি। জাম্বো দল নিয়ে ব্রাজিল অলিম্পিকে যাচ্ছে ভারত। পতাকা থাকবে সোনার ছেলে অভিনব বিন্দ্রার কাঁধে। আর সবার চোখ তেতাল্লিশের যুবক লিয়েন্ডার পেজের দিকে।
advertisement

চার বছর আগের লন্ডন। বিতর্ক, ঝামেলা। তারপরেও ছ’টি পদক। নরম্যান পিচার্ড থেকে যোগেশ্বর দত্ত, ভারতের ১১৬ বছরের ইতিহাসে সেরা পদক জয়। সেই ভিত্তিতেই এবার ব্রাজিলে আরও বেশি করে পদকের আশা করছে ১২৭ কোটির দেশ। ১১৯ জনের বিরাট দল পাঠাচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা। যেখানে নতুন দল বলতে গল্ফ।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা কোন বিভাগে পদক এবার আসতে পারে তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে, শ্যুটিং হচ্ছে এবার ভারতের বাজি। যেখানে পদক জয়ের সম্ভাবনা রয়েছে জিতু রাই, অভিনব বিন্দ্রা, এবং গগন নারাংয়ের। সদ্য অস্ট্রেলীয় ওপেন জিতে অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা বাড়িয়েছেন হায়দরাবাদের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। নরসিং নেই। তাতে আশা শেষ হয়ে যায়নি। চার বছর পরেও ভারতীয় কুস্তিতে পদকের আশা জিইয়ে রেখেছেন যোগেশ্বর দত্ত। তিরন্দাজিতে দেশকে স্বপ্ন দেখাচ্ছেন ঝাড়খণ্ড কন্যা দীপিকা কুমারি। আর দেশের পদকের আশা থাকছে টেনিসে। বিশেষ করে মিক্সড ডাবলসে বাজি সানিয়া-বোপান্না জুটি। শুধু এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের মতে, পদকের আশা করা যেতে পারে ভারতীয় পুরুষ হকির উপরেও। এছাড়াও ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং বক্সিংয়ে শিব থাপার উপরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নরসিং কাণ্ড অতীত করেই সামনে দিকে এগিয়ে যেতে চায় ভারত। ৫ অগাস্ট রিও’র মঞ্চে উদ্বোধন। তিরঙ্গা থাকবে সোনার ছেলে অভিনব বিন্দ্রার কাঁধে। আর দেশ তাকিয়ে থাকবে তেতাল্লিশ বছরের লিয়েন্ডার পেজের দিকেই।

বাংলা খবর/ খবর/খেলা/
রিওতে এবার আরও বেশি পদক জয়ের আশায় ভারত