এবার জানা গিয়েছে, শেন ওয়ার্নের দেহ হোটেলের যে ঘর থেকে উদ্ধার হয় সেখানে ‘কামাগ্রা’ নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ভর্তি শিশি ছিল। এক পুলিশ অফিসার নাকি সেই বোতল সরিয়ে ফেলেছিলেন। তিনি নাকি এমনটা করেছিলেন অন্য কারও নির্দেশে!
এক পুলিশ অফিসার ‘ডেইলি মেল’কে জানিয়েছেন, উপর মহলের নির্দেশে ওষুধটি সরিয়ে ফেলা হয়েছিল। উল্লেখ্য, ২০২২-র ৩ মার্চ থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। প্রাথমিক তদন্ত জানিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। তবে এবার প্রশ্ন উঠছে ওয়ার্নের মৃত্যুর পিছনে কি ওই যৌন শক্তিবর্ধক ওষুধের কোনও ভূমিকা রয়েছে!
advertisement
আরও পড়ুন- ‘চুপচাপ থাক…’! তার পরই পান্ডিয়ার গালিগালাজ! চোখে চোখ রাখলেন অখ্যাত ক্রিকেটার
ওই পুলিশ অফিসার দাবি করেন, আমাদের বোতল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। মনে হয়েছিল, অস্ট্রেলিয়া প্রশাসন চায় না, তাদের কিংবদন্তির গায়ে শেষবেলায় কোনও কলঙ্কের দাগ লাগুক। তবে কী কারণে সেই নির্দেশ দেওয়া হয়, তা বলা মুশকিল।
আরও পড়ুন- এবার আইপিএলে আম্পায়ারিং করছেন চন্দননগরের ছেলে, গর্বিত করছেন বাংলাকে
প্রসঙ্গত উল্লেখ্য, যে ওষুধ নিয়ে বিতর্ক, সেই কামাগ্রা একটি ভারতীয় ওষুধ। এটি ডিসফাংশন বা যৌন ক্ষমতা বৃদ্ধির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তবে এই ওষুধ থাইল্যান্ডে অবৈধ। কিন্তু জানা যাচ্ছে, সেখানকার বহু কাউন্টারে এই ওষুধ ব্যাপক হারে পাওয়া যায়। চিকিৎসকরা দাবি করেন, যাঁদের হার্টের সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই ওষুধ বিপজ্জনক। এটির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বড় অঘটন পর্যন্ত ঘটতে পারে। এখন প্রশ্ন হল, ওই ওষুধ সেবন করেই কি ওয়ার্ন বিপদ ডেকে আনেন!