নরেন্দ্র মোদী দাবা বিশ্বকাপ চলাকালীন একাধিকবার সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তরুণ গ্র্যান্ডমাস্টারের প্রশংসা করেছেন। এদিন প্রজ্ঞনন্দ ও তাঁর মা-বাবার সঙ্গে দীর্ঘসময় কথা বলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধামন্ত্রী লেখেন, আজ এক বিশেষ অতিথিকে পেয়েছিলাম। প্রজ্ঞানন্দ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আনন্দিত। আপনার সাফল্য উদাহরণ তৈরি করেছে কীভাবে ভারতের তরুণরা যেকোনও ডোমেইন জয় করতে পারে। তোমার জন্য গর্বিত।”
advertisement
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রজ্ঞানন্দও। নিজের জেতা মেডেল প্রধামন্ত্রীকে দেখান প্রজ্ঞানন্দ। তরুণ গ্র্যান্ডমাস্টার লেখেন,”মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করাটা খুবই সম্মানের ছিল! আমাকে এবং আমার বাবা-মাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার”।
দাবা বিশ্বকাপে রানার্স হওয়ার পর প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আননদ, কিংবদন্তী সচিন তেন্ডুলকর সহ অন্যান্যরা। মাহিন্দ্রা গ্রুপ দাবাতে প্রজ্ঞানন্দের কৃতিত্বকে সম্মান জানাতে একটি SUV গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।