নিজের এক্স অ্যাকাউন্ট (পূর্বে ট্যুইটার)-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,”এশিয়ান গেমসে আমাদের পুরুষ হকি দলের এই গোল্ড মেডেল জয় করে দেশবসীর স্বপ্নপূরণ করেছে। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য দলকে অভিনন্দন। এই দলের অটল প্রতিশ্রুতি, আবেগ এবং সমন্বয়ের প্রমাণ। শুধু খেলাই নয় অগণিত ভারতীয়দের হৃদয় জয় করে নিয়েছে। এই বিজয় তাদের চেতনার প্রমাণ। আগামির জন্য শুভ কামনা।”
advertisement
প্রসঙ্গত, এদিন ফাইনালে শুরু থেকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনও গোল আসেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ২৫ মিনিটে প্রথম গোলের মুখ খোলেন মনপ্রীত সিং। এরপর ৩২ মিনিটে আসে দ্বিতীয় গোল। গোল করেন হরমনপ্রীত সিং। ৩৬ মিনিটে দলের হয়ে ব্যবধান ৩-০ করেন অমিত রোহিদাস। ৪৮ মিনিটে গোল করেন অভিষেক। ম্যাচের ৫১ মিনিটে জাপান একটি গোল শোধ করলেও তা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করেন হরমনপ্রীত সিং।
প্রসঙ্গত, গতবার এশিয়ান গেমসে সেনি ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। ব্রোঞ্জ মেডেল ম্যাচে পাকিস্তান হারিয়ে তৃতীয় হয়েছিল ভারত। তবে এবার শুরু থেকেই পুরো প্রতিযোগিতায় ডনমিনেট করে সোনা জিতল ভারত। আরও একবার এশিয় সেরা হয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় হকি দল।