TRENDING:

Piyali Basak: অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালি বসাক, অক্সিজেন ছাড়াই কামাল বাংলার মেয়ের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঠমান্ডু: কোনও স্পন্সর এগিয়ে আসেনি তার জন্য। সরকার যদি সাহায্য করে তার দিকে তাকিয়ে ছিলেন এই পর্বতারোহী। কাঁটাপুকুরের বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা। সেই সঙ্গে মা ও বোনকে নিয়ে চারজনের সংসার। ওষুধ পথ্যের খরচ যোগাতে হিমশিম খেতে হয়। কিন্তু বাংলার পর্বত কন্যা পিয়ালী বসাককে দমিয়ে রাখা যায়নি। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক,আজ সকাল ৮.২৫ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম(৮০৯১ মিটার)ও দূর্গম শৃঙ্গে আহরোণ করেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালী।
অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা পর্বত জয় পিয়ালির
অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা পর্বত জয় পিয়ালির
advertisement

গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষে বেরিয়ে ছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালী বসাক। সোমবার স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট করেন পিয়ালী। পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারী শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালী।

২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন পিয়ালী, তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল তাকে খারাপ আবহাওয়ার জন্য । ২০২২ সালের ২২শে মে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালী এবং তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবার সেই আরো এক আট হাজারী শৃঙ্গ জয় করলেন। পিয়ালীর বোন তমালী বসাক জানান,নেপালের এজেন্সির থেকে খবর পেয়েছেন অক্সিজেন নিয়ে আজ সকালে অন্নপূর্ণা সামিট করেছেন পিয়ালী। বিনা অক্সিজেনে চেষ্টা করেছিলেন কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। এখন দেখার পিয়ালীর এই নতুন ইতিহাস তৈরির পর তার ভাগ্য এবং পরিস্থিতি বদলায় কিনা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Piyali Basak: অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালি বসাক, অক্সিজেন ছাড়াই কামাল বাংলার মেয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল