TRENDING:

সেমিফাইনালের হ্যাটট্রিকের খোঁজে পেরু

Last Updated:

কোপার কোয়ার্টার। মুখোমুখি পেরু ও কলম্বিয়া। শেষ চারে যাওয়ার লক্ষ্যে মরিয়া রিকার্ডো গারেকার পেরু। ছেড়ে কথা বলবে না হামেস রদ্রিগেজের কলম্বিয়াও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: কোপার কোয়ার্টার। মুখোমুখি পেরু ও কলম্বিয়া। শেষ চারে যাওয়ার লক্ষ্যে মরিয়া রিকার্ডো গারেকার পেরু। ছেড়ে কথা বলবে না হামেস রদ্রিগেজের কলম্বিয়াও।
advertisement

শতবর্ষের কোপার কোয়ার্টারে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আমনে-সামনে পেরু ও কলম্বিয়া। টানা তিনবার সেমিফাইনালের খোঁজে একটা দল। অপর দলটি আবার গত ১২ বছর শেষ চারেই পৌঁছয়নি কোপার।

ইউএস ও প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে ভাল শুরু করেও কোস্টারিকার বিরুদ্ধে একটা হারে আত্মবিশ্বাসটা তলানিতে ঠেকেছে কলম্বিয়ার। হামেস রদ্রিগেজ, কার্লোস স্যাঞ্চেজদের মতো তারকাদের উপস্থিতিতে শেষ আটের লড়াইয়ে কতটা ঝলসে ওঠে কলম্বিয়া, সেটাই এখন দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিছিয়ে নেই রিকর্ডো গারেকার পেরুও। ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া পেরু শুধু শেষ দু’বারের সেমিফাইনালিস্টই নয় ৷ এখন টুর্নামেন্টের সেরা চমকও ৷ ১৯৯৭ থেকে প্রত্যেক কোপায় নক আউট খেলা পেরু যে ছেড়ে কথা বলবে না, সেটা বলাই যায়।

বাংলা খবর/ খবর/খেলা/
সেমিফাইনালের হ্যাটট্রিকের খোঁজে পেরু