খুব স্বাভাবিক ভাবেই পাকিস্তানি সমর্থকদের ক্ষোভ উপচে পড়েছে ২২ গজের উপরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের রামিজ রাজাও মুখোমুখি হয়েছেন সমালোচনার। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা পিচ কিউরেটর এবং রামিজ রাজার মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন। প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ বললেন পাকিস্তানি কিউরেটরদের উচিত ভারতের পিচ প্রস্তুতকারীদের থেকে পরামর্শ নেওয়া।
advertisement
তিনি বললেন এর সমাধান খুঁজতে বাইরে যাওয়ার দরকার নেই, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে কিভাবে স্পিনারদের সুবিধার্থে পিচ প্রস্তুত করা হয় সেটা থেকে তাদের বোঝা উচিত। তিনি অবাক হচ্ছেন যে পাকিস্তান এখনো পর্যন্ত একটিও পুরোপুরি ঘূর্ণি পিচ তৈরি করতে পারেনি যা স্পিনারদের সুবিধা দেবে, একটি ইউটিউব চ্যানেলে আকিব এমনটাই জানালেন।
এরকম পরিস্থিতিতে গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টেস্টের আগে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখানকার পিচ প্রস্তুতকারকদের পরামর্শ দেওয়ার জন্য পিসিবি প্রাক্তন আইসিসির প্রস্তুতকারক টবি ল্যান্ম্পসডেনকে ডেকেছে। বিখ্যাত এমসিজি স্টেডিয়ামে পিচ বানিয়েছিলেন টবি এবং তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি হবে গাদ্দাফি স্টেডিয়ামের পিচ।
সম্প্রতি ভারত শ্রীলংকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ আয়োজন করেছিল এবং দুটিতেই স্পিনারদের জয়জয়কার হয়েছে। আকিব মনে করেন পাকিস্তানের উচিত ছিল রাঙ্ক টার্নার পিচ বানানো। রামিজ রাজাকে তিনি অনুরোধ করেছেন প্রয়োজনে বিসিসিআইয়ের পরামর্শ নিলে ক্ষতি নেই পিচ বানানোর ক্ষেত্রে।