TRENDING:

ভারতের মাটিতে ভারতকে হারাতে চান জামাই শোয়েব মালিক, বিশ্বকাপের দলে ফিরতে পারেন আমিরও

Last Updated:

Haroon Rashid says Shoaib Malik and Mohammad Amir can return to ODI squad. পাকিস্তানের একদিনের দলে পুরোপুরি ব্রাত্য হয়ে যাননি মালিক এবং আমির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: দিনের শেষে অভিজ্ঞতাই ক্রিকেটে সবচেয়ে বড় সম্পদ। এ বছরের শেষে ভারতের মাটিতে বিশ্বকাপ। তার জন্য দুই বুড়ো মহম্মদ আমির এবং শোয়েব মালিকের ওপর ভরসা করছে পাকিস্তান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলছেন অভিজ্ঞ দুই পাকিস্তানি খেলোয়াড় শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখছেন তাঁরা।
পাকিস্তানের একদিনের দলে পুরোপুরি ব্রাত্য হয়ে যাননি মালিক এবং আমির
পাকিস্তানের একদিনের দলে পুরোপুরি ব্রাত্য হয়ে যাননি মালিক এবং আমির
advertisement

ঝলমলে পারফরম্যান্সের পর পাকিস্তান দলে তাঁদের ফেরার সম্ভাবনাও বেশ উজ্জ্বল হয়েছে। সদ্য দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচক হারুন রশিদও এই অভিজ্ঞ খেলোয়াড়দের দলে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। পারফরম্যান্স ধরে রাখতে পারলে সামনের দিনগুলোতে জাতীয় দলের জার্সিতে মালিক-আমিরদের আবার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন হারুন।

৮ ম্যাচে ৩৮.৫০ গড়ে ২৩১ রান করেছেন মালিক। অন্যদিকে বল হাতে আমির নিয়েছেন ১০ ম্যাচে ১৩ উইকেট। দলের সমন্বয়ের সঙ্গে গেলে মালিক-আমিরদের বড় টুর্নামেন্টে দেখা যেতে পারে জানিয়ে প্রধান নির্বাচক হারুন বলেছেন, আপনাকে দেখতে হবে, কোন খেলোয়াড়রা দলের সমন্বয়ের সঙ্গে যাচ্ছে। আমরা এমন খেলোয়াড়ের দিকেও তাকাচ্ছি, যারা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বিশেষ ভূমিকায় খেলতে পারে, যা কিনা দলের জয়ের সম্ভাবনাও বাড়াবে।

advertisement

advertisement

দলের স্বার্থ বিবেচনায় ভালো খেললে যে কারও জায়গা হতে পারে, মন্তব্য করে হারুন আরও বলেছেন, যদি কোনো তরুণ খেলোয়াড় একই পজিশনে ভালো খেলে, তবে তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে এ বিষয়ে আমি নিজের অবস্থান উন্মুক্ত রেখেছি। এ নিয়ে বিশেষ কোনো কৌশল গ্রহণ করিনি। যখন আমার নির্বাচক প্যানেল তৈরি হবে, তখন আমরা নির্দিষ্ট নির্বাচন-প্রক্রিয়ায় এগিয়ে যাব।

advertisement

এর আগে আমিরের জাতীয় দলে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন পিসিবির সভাপতি নাজাম শেঠি। এ সময় তিনি বলেছিলেন, যদি অবসর থেকে ফিরে আসে, তবে মোহাম্মদ আমির পাকিস্তান জাতীয় দলে খেলতে পারে। ম্যাচ পাতানো নিয়ে আমি সব সময় শক্তিশালী অবস্থান নিয়েছি। আমি মনে করি, কোনো দোষী খেলোয়াড় ছাড় পেতে পারে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে একই সময়ে কোনো খেলোয়াড় যদি তার শাস্তি ভোগ করে ফেলে, তবে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া উচিত। অতীতে ভারতের বিরুদ্ধে সব সময় মালিক এবং আমির দুর্দান্ত পারফর্ম করে এসেছেন। সেটাই রাখতে চান এবার।

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের মাটিতে ভারতকে হারাতে চান জামাই শোয়েব মালিক, বিশ্বকাপের দলে ফিরতে পারেন আমিরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল