আগামী মাসে প্রায় ১৬ বছর পর পাকিস্তান গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ইংলিশদের। পুরুষ এবং মহিলা দলের। কিউইদের দেখাদেখি ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে।
অথচ ইংল্যান্ডের কাছ থেকে সমর্থন আশা করেছিলেন পিসিবি নতুন চেয়ারম্যান রমিজ রাজা। তবে এতে দমে যাওয়ার পাত্র নন রমিজ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে প্রতারিত হলেও নতুন পথ খুঁজে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিলেন তিনি। পাশাপাশি আইসিসিতে প্রতারণার বিরুদ্ধে আওয়াজ তোলার হুমকিও দিয়ে রাখলেন পিসিবির নতুন চেয়ারম্যান।
advertisement
আরও পড়ুন - KKR Varun Chakravarthy : আনন্দে আত্মহারা হতে রাজি নন রহস্য স্পিনার বরুণ
রমিজ আরও যোগ করেন, ‘আমাদের দেশে ক্রিকেট বন্ধ হয়ে যাবে না। তবে ক্রিকেট সম্প্রদায় যদি এর সব সদস্যের খেয়াল না রেখে, তাহলে এটা থাকার কোনো মানে নেই। নিউজিল্যান্ড, পরে ইংল্যান্ড... আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়াও নতুন করে ভাবার কথা বলেছে। কার কাছে অভিযোগ করব? আমরা তাদের আপন ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের আপন করে নেয়নি।’
পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান হিসেবে এটাই প্রথম বড় চ্যালেঞ্জ ছিল রামিজ রাজার কাছে। পাকিস্তানের প্রাক্তন তারকা অবশ্যক আগেই হুমকি দিয়ে রেখেছিলেন নিউজিল্যান্ড যোগ্য জবাব পাবে আইসিসির সভায়। পাকিস্তান ক্রিকেটারদের কাছে অনুরোধ করলেন খেলার মাঠে এই অপমানের জবাব দিতে। ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, এই সিরিজ বাতিলের হতাশা ও রাগের বহিঃপ্রকাশ নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে ক্রিকেটবিশ্বকে দেখাতে হবে।
আসন্ন টি ২০ বিশ্বকাপের মঞ্চকেই এ জন্য বেছে নিতে হবে। ভাল খেলতে হবে। বিশ্বমানের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করলে বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে লাইন লাগাবে। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যানের কথা ক্রিকেটাররা কতটা রাখতে পারেন তা মাঠেই প্রমাণ পাওয়া যাবে। তবে তিনি যাই বলুন, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট কর্তারা জানিয়েছেন প্রাণের বিনিময়ে ক্রিকেটারদের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারবেন না। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।