TRENDING:

রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভেঙে দিলেন পল স্টার্লিং, নাম তুললেন ইতিহাসের পাতায়

Last Updated:

Paul Stirling Breaks Rohit Sharma's World Record Create New History: আয়ারল্যান্ডের অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার পল স্টার্লিং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন রোহিত শর্মার রেকর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আয়ারল্যান্ডের অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার পল স্টার্লিং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে তিনি নিজের ১৬০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন করেন। এর মাধ্যমে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে পিছনে ফেলে পুরুষদের ক্রিকেটে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। এই কৃতিত্ব আয়ারল্যান্ড ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত।
News18
News18
advertisement

২০০৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকেই পল স্টার্লিং আয়ারল্যান্ড দলের টপ অর্ডারের ভরসাযোগ্য ব্যাটার। পাওয়ারপ্লে ওভারগুলিতে আক্রমণাত্মক ব্যাটিং তাঁর বড় পরিচয়। শক্তিশালী শারীরিক গঠন ও আত্মবিশ্বাসী মানসিকতার জন্য তিনি অল্প পরিশ্রমেই বড় শট মারতে পারেন। সোজা ড্রাইভ ও মিডউইকেটের ওপর দিয়ে মারা পুল শট তাঁর ব্যাটিংয়ের বিশেষ আকর্ষণ।

advertisement

৩৫ বছর বয়সি স্টার্লিং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর মোট রান ৩,৮৭৪। এর মধ্যে রয়েছে একটি শতরান এবং ২৪টি অর্ধশতরান। এই তালিকায় তাঁর ওপরে রয়েছেন বাবর আজম, রোহিত শর্মা ও বিরাট কোহলি। আয়ারল্যান্ডের আরেক খেলোয়াড় জর্জ ডকরেল ১৫৩ ম্যাচ নিয়ে তৃতীয় স্থানে আছেন।

স্টার্লিং বড় ম্যাচের খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। ২০১২ ও ২০১৩ সালে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কোয়ালিফায়ারের ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ঝড়ো ইনিংস সবাইকে মুগ্ধ করে। পিঠের চোটের কারণে বর্তমানে তাঁর বোলিং কিছুটা সীমিত হলেও এর আগে তিনি পুরো ওভার বোলিং করেছেন, যার মধ্যে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয় অন্যতম।

advertisement

আরও পড়ুনঃ IND vs NZ: শেষ টি-২০ ম্যাচে ভারতীয় দলের ব্যাটিংয়ে ২ বড় বদল! ফিরছেন ২ বিধ্বংসী ক্রিকেটার

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়েবাড়ি হোক বা অফিসের ক্যাজুয়াল লুক, কাঁথিতে মাত্র ৫০০ টাকায় মিলছে পছন্দের শাড়ি
আরও দেখুন

ইউএই-এর বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তোলে। মাঝের ওভারে লোরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারের জুটি দলকে এগিয়ে দেয়। শেষদিকে বেঞ্জামিন ক্যালিটজ ও জর্জ ডকরেলের গুরুত্বপূর্ণ পার্টনারশিপে দল সম্মানজনক স্কোর গড়ে তোলে। এই ম্যাচ পল স্টার্লিংয়ের রেকর্ডের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভেঙে দিলেন পল স্টার্লিং, নাম তুললেন ইতিহাসের পাতায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল