কিন্তু শুরুতেই আউট রোহিত শর্মা। টিম সাউদির বলে রোহিতের আউট নিয়ে সন্দেহ থাকলে তৃতীয় আম্পায়ার তাকে আউট দেন। তিলক বর্মা (৬), রমন্ডিপ (১২) দু'জনকেই ফিরিয়ে দিলেন আন্দ্রে রাসেল। টিম ডেভিড (১৩) আউট হয়ে গেলেন বরুণ চক্রবর্তীর বলে। এরপর প্যাট কামিন্স একটি ওভারে ফিরিয়ে দিলেন স্যামস, অশ্বিন, ঈশান কিষানকে।
advertisement
পোলার্ড (১৫) ফিরে গেলেন রান আউট হয়ে। ম্যাচ শেষে মুম্বই অধিনায়ক জানিয়ে গেলেন এই রান তাদের তাড়া করা উচিত ছিল। পিচের দোষ দিতে রাজি নন তিনি। তবে দলের ব্যাটসম্যানরা বুদ্ধি করে পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি সেটাই মনে করেন রোহিত।
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার মনে করেন কখনো আশা ছাড়তে নেই। অল্প হলেও প্লে অফ খেলার আশা রয়েছে তাদের। এই জায়গা থেকে এই জয় কেকেআরের আত্মবিশ্বাস ফেরাবে। বিশেষ করে লখনউয়ের বিপক্ষে যে জঘন্যভাবে হেরেছিল কেকেআর, সেখান থেকে এই জয়ের গুরুত্ব বেশি।