পারভেজ রসুল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-কে তাঁর অবসরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। ভারতের হয়ে একটি ওয়ানডে ম্যাচে রসুল মীরপুরে সুরেশ রায়নার নেতৃত্বাধীন দলের হয়ে ১০ ওভার বল করেন এবং ৬০ রান দিয়ে দুটি উইকেট নেন। তিনি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পান অনামুল হক-কে আউট করে। এর পর তিনি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম-কে আউট করেন।
advertisement
রসুল তাঁর টি২০ আন্তর্জাতিক অভিষেক করেন বিরাট কোহলির নেতৃত্বে, গ্রিন পার্ক স্টেডিয়ামে ইয়ন মর্গ্যান-এর নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে। ব্যাটিংয়ে তিনি অষ্টম স্থানে নেমে ৬ বল খেলে ৫ রান করেন। সেই ম্যাচে তিনি চার ওভার বল করেন, ৩২ রান দিয়ে একটি উইকেট নেন। ইয়ন মর্গ্যানকে আউট করেন।
আইপিএলে রসুল তিনটি দলের হয়ে খেলেছেন – পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনি মোট ১১টি ম্যাচ খেলেছেন এই তিন দলের হয়ে। এই ১১ ম্যাচে তিনি মাত্র ৪টি উইকেট নিতে সক্ষম হন এবং ১৭ রান করেন।
২০০৮ সালের ১৬ নভেম্বর ধর্মশালায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির প্লেট গ্রুপ ম্যাচে জম্মু ও কাশ্মীরের হয়ে নিজের ফার্স্ট ক্লাস অভিষেক করেছিলেন পারভেজ রসুল। সেই থেকে তিনি ৯৫টি রেড-বল ম্যাচ খেলেছেন, ৩৫২টি উইকেট নিয়েছেন এবং ৫৬৪৮ রান করেছেন।
আরও পড়ুন- শূন্য করলেন যেদিন, সেদিনই মুখ খুললেন বিরাট! কেন দেশ ছেড়ে বিদেশে থাকেন, জানালেন
তিনি ১৬৪টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৭১টি টি২০ ম্যাচ খেলেছেন, যথাক্রমে ৩৯৮২ রান ও ২২১ উইকেট, এবং টি২০-তে ৮৪০ রান ও ৬০ উইকেট করেছেন। রসুল বলেছেন, “যখন আমরা খেলা শুরু করি, তখন অনেকেই জম্মু ও কাশ্মীরের ক্রিকেটকে গুরুত্ব দিত না। আমরা কিছু বড় দলকে হারিয়েছি এবং রনজি ট্রফি ও অন্যান্য BCCI-এর টুর্নামেন্টে ভাল পারফর্ম করেছি। দলের সাফল্যের গল্পে ছোট্ট একটা অবদান রাখতে পেরে আমি খুবই সন্তুষ্ট।”