এই অবস্থায় সঞ্জুকে বাদ দিয়ে ঈশান কিষাণকে ওপেনার ও উইকেটকিপার হিসেবে খেলানোর দাবি জোরালো হচ্ছে। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফেরা ঈশান এই সিরিজেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনটি ইনিংসে ১১২ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে মাত্র ২১ বলে করা একটি বিধ্বংসী অর্ধশতরান। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলকে দ্রুত রান তুলতে সাহায্য করছে।
advertisement
ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল এই বিষয়ে সরাসরি মত প্রকাশ করেছেন। তিনি মনে করেন, সিরিজের শেষ ম্যাচেই সঞ্জুর পরিবর্তে ঈশানকে খেলানো উচিত। পার্থিবের মতে, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশানকে প্রধান উইকেটকিপার হিসেবে ভাবা হয়, তাহলে এখন থেকেই তাঁকে নিয়মিত সেই দায়িত্ব দেওয়া দরকার।
পার্থিব প্যাটেল আরও জানান, তিলক ভার্মা চোট কাটিয়ে ফিরলেও দলকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তিলক ফিট হলে প্লেয়িং ইলেভেনে জায়গা পেতে পারেন, ফলে সঞ্জু ও ঈশানের মধ্যে একজনকেই বেছে নিতে হবে। তাঁর প্রশ্ন—এই সিদ্ধান্ত যদি নিতেই হয়, তাহলে এখনই নেওয়া হচ্ছে না কেন?
আরও পড়ুনঃ ক্রিকেটে উইকেটের সাইজ কত? এলইডি উইকেটের দাম কত? জানলে চমকে যাবেন
উল্লেখযোগ্য বিষয় হল, দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ঈশান কিষাণকে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে, সুযোগ পেয়েও সঞ্জু মাত্র ২৪ রান করে আউট হন ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে। সব মিলিয়ে, সিরিজের শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর ক্রিকেট মহলের।
