প্রবীণ কুমার ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন। তিনি এশিয়ান প্যারা গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতেছিলেন। কুমার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার গোবিন্দগড় গ্রামের জেওয়ার তহসিলের বাসিন্দা। তিনি জেওয়ারের প্রজ্ঞান পাবলিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর মতিলাল নেহেরু কলেজ থেকে স্নাতক করেন।
advertisement
—- Polls module would be displayed here —-
২৩ অক্টোবর, ২০২৩-এ, তিনি চিনের হ্যাংঝাউতে ২০২২ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের হাই জাম্পে T64 জিতেছিলেন। প্রবীণকে কোচিং করিয়েছিলেন সত্যপাল৷ সত্যপালের তত্ত্বাবধানেই প্রবীণ পারফরম্যান্স সর্বোচ্চ সাফল্যের স্তরে নিয়ে যেতে পেরেছেন।
ভারত কতগুলি পদক পেয়েছে?
ভারতের এবারের প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত মোট ২৬টি পদক রয়েছে। যাতে রয়েছে ১১টি ব্রোঞ্জ, ৯টি রুপো এবং ৬টি সোনা৷ নবম দিনে ভারতের খাতায় আরও পদকের সম্ভাবনা রয়েছে।