TRENDING:

Paralympic Games Paris 2024: টোকিওর রুপো প্যারিসে হয়ে গেল সোনা, এশিয়ান রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন প্রবীণ

Last Updated:

Paralympic Games Paris 2024: প্রবীণ কুমার এদিন ২.০৮ মিটার লাফ দিয়েছেন। যা  এশিয়া রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস : প্যারালিম্পিক্স ২০২৪-এ ভারত ষষ্ঠ সোনা জিতল৷ ছয়তম সোনা জিতে দেশের সম্মান বাড়ালেন  প্রবীণ কুমার। প্রবীণ পুরুষদের হাই জাম্প T64-এ জয় পান। তিনি পোডিয়াম ফিনিশ করায় এবং ভারত আরেকটি স্বর্ণপদক পেয়েছে। এর আগে ভারতের হাতে ছিল ২৫টি পদক। এখন এই সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। প্রবীণ কুমার এদিন ২.০৮ মিটার লাফ দিয়েছেন। যা  এশিয়া রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।
প্রবীণ কুমার জিতলেন সোনা
প্রবীণ কুমার জিতলেন সোনা
advertisement

প্রবীণ কুমার ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন। তিনি এশিয়ান প্যারা গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতেছিলেন। কুমার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার গোবিন্দগড় গ্রামের জেওয়ার তহসিলের বাসিন্দা। তিনি জেওয়ারের প্রজ্ঞান পাবলিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর মতিলাল নেহেরু কলেজ থেকে স্নাতক করেন।

আরও পড়ুন – R G Kar Protest: চোখের জলে ভাসছেন আরজি করের চিকিৎসকের মা-বাবা, বিচার চেয়ে নিজের জয় করা পদক ‘দিদি’-র ফটোতে পরিয়ে দিলে তাঁদের ‘আরেক মেয়ে’

advertisement

—- Polls module would be displayed here —-

২৩ অক্টোবর, ২০২৩-এ, তিনি চিনের হ্যাংঝাউতে ২০২২ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের হাই জাম্পে T64 জিতেছিলেন। প্রবীণকে কোচিং করিয়েছিলেন সত্যপাল৷  সত্যপালের তত্ত্বাবধানেই প্রবীণ পারফরম্যান্স সর্বোচ্চ সাফল্যের স্তরে নিয়ে যেতে পেরেছেন।

ভারত কতগুলি পদক পেয়েছে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতের এবারের প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত মোট ২৬টি পদক রয়েছে। যাতে রয়েছে  ১১টি ব্রোঞ্জ, ৯টি রুপো এবং ৬টি সোনা৷   নবম দিনে ভারতের খাতায় আরও পদকের সম্ভাবনা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Paralympic Games Paris 2024: টোকিওর রুপো প্যারিসে হয়ে গেল সোনা, এশিয়ান রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন প্রবীণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল