TRENDING:

Howrah News: দুই বাংলার তো কেউ নয়ই, পৃথিবীর প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে নজির হাওড়ার রিমোর

Last Updated:

Howrah News: অতল সমুদ্র পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড করল হাওড়ার রিমো সাহা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: এবার আফ্রিকায় সাঁতার কেটে বিশ্বরেকর্ড গড়লেন হাওড়ার রিমো। অতল সমুদ্র সাঁতরে রিমো’ র ঝুলিতে এই বিশ্ব রেকর্ড। বিশ্বের প্রথম প্যারা সাঁতারু হিসাবে এই রেকর্ড। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের রোবেন আইল্যান্ড থেকে ব্লুবার্গ পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়লেন। জানা গেছে, বিশ্বের প্রথম প্যারা সাঁতারুর পাশাপাশি দু’ই বাংলার প্রথম সাঁতারু হিসাবে এই নজির গড়েছেন তিনি।
advertisement

কলকাতা থেকে মুম্বই হয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন উড়ে গিয়েছিলেন রিমো। তারপর সাময়িক অনুশীলনের পর ১২ মার্চ সাঁতারে হাওড়ার সালকিয়ার বছর একত্রিশের রিমো সাহা। খালি গায়েই হাড়হিম করা ঠাণ্ডা জলে ৪ ঘণ্টা ৩৭ মিনিট ধরে সাঁতার কেটে নিজের লক্ষ্য পূরণ করে। ১২  মার্চ সাঁতার কাটলেও দু’দিন ধরে নানা বিষয় খতিয়ে দেখে তারপর তাঁকে রেজাল্ট জানায় আয়োজক সংস্থা কেপটাউন লং ডিসস্ট্যান্ট সুইমিং অ্যাসোসিয়েশন।

advertisement

আরও পড়ুন – Shani and Rahu Yuti: শনি-রাহু যুতি, গ্রহণের কালো ছায়া একে একে গ্রাস করবে সব, আপনার কী এই রাশি, তাহলে বিষম খারাপ দিন

রিমো জানিয়েছেন যে একদিকে প্রবল ঠাণ্ডা জল তার উপর জেলিফিশ, ছোটো হাঙর, শিল সহ নানা সামুদ্রিক প্রাণীর মাঝেই এই সাঁতার কাটতে হয়েছে। জানা গেছে, জন্ম থেকেই রিমো শারীরিকভাবে বিশেষ সক্ষম। তাঁর একটা পায়ের হাঁটুর নীচ থেকে পা বেশ কিছুটা সরু। সেই প্রতিবন্ধকতার বেড়াজালকে কাটিয়ে ইতিমধ্যেই সে ইংলিশ চ্যানেল, নর্থ চ্যানেল সহ বিভিন্ন নানা গুরুত্বপূর্ণ চ্যানেল পার করেছে।

advertisement

View More

হাওড়া সালকিয়ার রিমো সাহার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি জাতীয় খেতাব। সেই সঙ্গে তার নামে আরও নতুন সংযোজন এটি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/খেলা/
Howrah News: দুই বাংলার তো কেউ নয়ই, পৃথিবীর প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে নজির হাওড়ার রিমোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল